স্মার্টফোন অতিরিক্ত গরম হলে কী করবেন

সোশাল মিডিয়ায় চোখ বুলিয়ে নেওয়া হোক বা গেম খেলা- কাজের পাশাপাশি ফাঁকা সময়েও অধিকাংশই ব্যস্ত থাকেন মোবাইলে। ফলে ফোন গরম হয়ে যাওয়ার সমস্যার সম্মুখীন হতে হয় কম বেশি সকলকেই। কেউ কেউ আবার তড়িঘড়ি ফোন ঠান্ডা করতে ঢুকিয়ে দেন রেফ্রিজারেটরে। কিন্তু জানেন কোন পদ্ধতিতে সহজেই ঠান্ডা হবে ফোন? চলুন জেনে নেওয়া যাক।

তুলনামূলক কম ব্যবহার: যত ব্যবহার করা হবে, ততই গরম হয়ে যাওয়ার সম্ভবনা বেশি। পাশাপাশি ভিডিওর কারণেও অনেক ক্ষেত্রে মোবাইল গরম হয়ে যায়। সেই সঙ্গে একসাথে ব্লু-টুথ ও হটস্পট ব্যবহারও হিটের কারণ। তাই সেসব ক্ষেত্রে কিছুক্ষণের জন্য ব্লু-টুথ ও হটস্পট বন্ধ করে ফোন সুইচ অফ করে রাখুন।

লো পাওয়ার মোড: রিপোর্ট বলছে, লো পাওয়ার মোড অন করলে হিট কম হয়। কারণ, সে ক্ষেত্রে বেশ কিছু ফিচার রেস্ট্রিক্টেড থাকে।

কভার খুলে রাখুন: ফোনের সুরক্ষার জন্য কভার অত্যন্ত প্রয়োজন। তাই প্রায় সকলেই কভার ব্যবহার করেন। কিন্তু অতিরিক্ত গরম হয়ে যাওয়ার একটা কারণ কিন্তু এই কভার। তাই ফোন অতিরিক্ত গরম হয়ে গেলে কিছুক্ষণের জন্য খুলে রাখুন কভার।

রোদ থেকে সাবধান: রিপোর্ট অনুযায়ী, যেকোনো মোবাইল ফোন সরাসরি সূর্যের তাপ শুষে নেয়। পাশাপাশি সকালে রোদে ব্যবহারের সময় ফোনে ব্রাইটনেস বাড়িয়ে নেওয়া হয়। যার ফলে ব্যাটারি বেশি ব্যয় হয়। ফলে গরম হয়ে যায় ফোন। তাই ফোন যতটা সম্ভব রোদে ব্যবহার না করাই ভালো। তাতে সমস্যা খানিকটা হলেও কমবে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

13 + 10 =