হলিউড অভিনেতার প্রেমে পড়েছেন কাইলি

প্রেম করছেন রিয়েলিটি স্টার ও মডেল কাইলি জেনার ও হলিউড অভিনেতা টিমোথি শ্যালামে, এমনটাই শোনা যাচ্ছে। জানুয়ারিতে ট্রাভিস স্কটের সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে কাইলির। চ্যানেল আই অনলাইন।

জানুয়ারি মাসে প্যারিস ফ্যাশন শোতে অংশগ্রহণের পরে অস্কারে মনোনয়ন পাওয়া অভিনেতা টিমোথির সঙ্গে কাইলির প্রেমের গুঞ্জন ছড়ায়। সেই সময়ে তোলা তাদের একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে যেখানে একে অপরের দিকে তাকিয়ে হাসছিলেন তারা।

এক সূত্র ‘এন্টারটেইনমেন্ট টুনাইট’-কে নিশ্চিত করেছে টিমোথির সঙ্গে প্রেম করছেন কাইলি। তবে সূত্র জানিয়েছে, সম্পর্কের ব্যাপারে খুব বেশি সিরিয়াস হননি এখনও তারা। তবে টিমোথির সঙ্গ উপভোগ করছেন কাইলি।

সূত্র আরও জানিয়েছে, কাইলি ঠিক করেছেন সম্পর্কের বিষয়টি এখনই প্রকাশ্যে আনবেন না। প্রেমের ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি কাইলি। গুঞ্জন ছড়ানোর পরে দুজনকে একসঙ্গে কোনো পাবলিক প্লেসে দেখাও যায়নি।

হলিউড অভিনেতা টিমোথির এর আগে প্রেম ছিল ম্যাডোনার মেয়ে লিওনের সঙ্গে। শোনা গেছে জনি ডেপের মেয়ে লিলি-রোজ ডেপ এবং গায়িকা-অভিনেত্রী এইজা গঞ্জালেসের সঙ্গে প্রেম ছিল টিমোথির।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two × five =