হলিউডের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা রোব রাইনার এবং তার স্ত্রী মিশেল রাইনারকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। রোববার (স্থানীয় সময়) ১৪ ডিসেম্বর) বিকেলে অভিজাত ব্রেন্টউড এলাকায় তাঁদের বাসভবনে পুলিশ ও দমকল বিভাগকে ডাকা হলে ঘটনাটি সামনে আসে।
সোমবার (১৫ ডিসেম্বর) বিবিসির একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কর্তৃপক্ষ এটিকে আপাতত হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করেছে।
লস অ্যাঞ্জেলেস দমকল বিভাগের একজন মুখপাত্র বিবিসিকে জানান, রোববার বিকেল ৩টা ৩৮ মিনিটে (স্থানীয় সময়) ব্রেন্টউড এলাকার একটি বাড়িতে চিকিৎসা সহায়তার জন্য ফোন আসে। এরপর লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের ডাকাতি ও হত্যাকাণ্ড তদন্ত ইউনিট ঘটনাস্থলে গিয়ে বাড়ির ভেতর থেকে ৭৮ বছর বয়সী এক পুরুষ ও ৬৮ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করে।
এখনো কাউকে গ্রেপ্তার বা কোনো সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। এসময় নিহতদের পরিচইয় প্রকাশ করেনি পুলিশ। তবে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এক বিবৃতিতে রাইনারের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, তিনি ‘অসংখ্য প্রিয় গল্পের পেছনে থাকা উদার হৃদয়ের এক প্রতিভা’।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ‘রোবের চলচ্চিত্র ও টেলিভিশন কাজ আমাদের পর্দায় কিছু স্মরণীয় গল্প উপহার দিয়েছে। মানুষের কল্যাণে তার বিশ্বাস ও আজীবন অঙ্গীকার তাঁকে আলাদা করে তুলেছিল।’
রোবের পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘অত্যন্ত গভীর শোকের সঙ্গে আমরা মিশেল ও রোব রাইনারের মর্মান্তিক মৃত্যুর খবর জানাচ্ছি। এই আকস্মিক ক্ষতিতে আমরা বিধ্বস্ত। এই কঠিন সময়ে আমাদের গোপনীয়তা রক্ষার অনুরোধ জানাই।’
কমেডি কিংবদন্তি কার্ল রাইনারের পুত্র রোব রাইনার ১৯৬০-এর দশকে ক্যারিয়ার শুরু করেন। ১৯৭০-এর দশকে। জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘অল ইন দ্য ফ্যামিলি’তে ‘মিটহেড’ চরিত্রে অভিনয় করে তিনি খ্যাতি অর্জন করেন এবং দুটি এমি পুরস্কার পান।
১৯৮৪ সালে কাল্ট মকুমেন্টারি ‘দিস ইজ স্পাইনাল ট্যাপ’ পরিচালনা ও অভিনয়ের মাধ্যমে তিনি পরিচালনায় নতুন দিগন্ত উন্মোচন করেন। এরপর একের পর এক জনপ্রিয় ও প্রশংসিত চলচ্চিত্র নির্মাণ করেন বতিন ই। ‘আ ফিউ গুড মেন’ ছবির জন্য তিনি সেরা চলচ্চিত্র বিভাগে অস্কার মনোনয়ন পান। তিনি ‘ক্যাসল রক এন্টারটেইনমেন্ট’এর সহপ্রতিষ্ঠাতা ছিলেন।
চলতি বছরের সেপ্টেম্বরে তার দীর্ঘ প্রতীক্ষিত ‘স্পাইনাল ট্যাপ টু: দ্য এন্ড কনটিনিউজ’ মুক্তি পায়। রোব রাইনার ১৯৮৯ সালে অভিনেত্রী, আলোকচিত্রী ও প্রযোজক মিশেল রাইনারকে বিয়ে করেন। তাদের তিন সন্তান রয়েছে। মিশেল রাইনার ‘রাইনার লাইট’ নামে একটি আলোকচিত্র সংস্থা ও প্রযোজনা প্রতিষ্ঠান পরিচালনা করতেন।