ক্রিকেট মক্কা লর্ডসে ১-১ সমতায় থাকা টেন্ডুলকার-অ্যান্ডার্সন সিরিজের তৃতীয় ম্যাচের তৃতীয় দিনশেষে ইংল্যান্ড -ভারত সমান্তরাল অবস্থানে। ইংল্যান্ডের প্রথম ইনিংসে করা ৩৮৭ রানের জবাবে ভারতের ইনিংস শেষ হয়েছে ৩৮৭ রানে। টেস্টের শেষ দুই দিন এখন তুখোড় প্রতিদ্বন্দ্বিতা দেখার আয়োজন সাজিয়েছে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি পর্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিরিজে প্রথম টেস্ট জিতেছিল ইংল্যান্ড স্বভাবসুলভ বাজবল ক্রিকেট খেলে। দ্বিতীয় টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ভারত সিরিজে সমতা এনেছে। এই সিরিজে অনেক ক্রিকেটারের ব্যক্তিগত মাইলফলক স্থাপিত হয়েছে। রোহিত শর্মা আর বিরাট কোহলির মত কিংবদন্তি ক্রিকেটারদের অবসরের পর ভারত যে এই সিরিজে দারুন ক্রিকেট উপহার দিয়ে চলছে তার কৃতিত্ব অবশ্যই সুবমান গিল নেতৃত্বের তরুণ দল পেতেই পারে। সবাই জানে ক্রিকেট জননী ইংল্যান্ড তিন তিনটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ হয়ে গেলেও একবারও ফাইনাল খেলতে পারেনি। ভারত দুইবার ফাইনাল খেললেও জিততে পারেনি শিরোপা। তাই এই সিরিজটি উভয় দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। সমতায় থাকা সিরিজের এই টেস্টে যে দল জিতবে তারা সিরিজ জয়ের পথে অনেটাই এগিয়ে যাবে।
টস জয় করে ব্যাটিং করেছে ইংল্যান্ড। ভারত লর্ডস টেস্টের গুরুত্ব মূল্যায়ন করে বোলিং ট্রাম্প কার্ড জাসপ্রিত বুমরাকে দ্বিতীয় টেষ্টে বিশ্রাম দিয়েছিলো। বর্তমান বিশ্ব ক্রিকেটের তর্ক সাপেক্ষে সেরা পেস বোলার বুমরার (৫/৭৪) কৃতিত্বে ইংল্যান্ডের ইনিংস ধরা ছোয়ার বাইরে যেতে পারেনি। ইংল্যান্ড ব্যাটিং কিংবদন্তি ১০৪, ব্রেডন কার্স ৫৬, জেমি স্মিথ ৫১ রান করায় ইংল্যান্ড ইনিংস শেষ হয় ৩৮৭ রানে। ইংল্যান্ড ইনিংস তাদের বাজবল ক্রিকেট ধারার বৈশিষ্টের ভিন্ন মাত্রায় ছিল। ধীর গতির গ্রিপিং উইকেটে দ্রুত রান করা সম্ভব ছিল না।
ভারত ইনিংসের বৈশিষ্ট ছিল পরিণত ব্যাটসম্যান কেল কে এল রাহুলের লড়াকু শত রান (১০০), ঋষভ প্যান্ট (৭৪), রবীন্দ্র জাদেজা (৭২) ছাড়াও অবদান রাখে নিতেশ রেড্ডি (৩০) আর ওয়াশিংটন সুন্দর (২৩)। শেষ দিকে যখন ভারত ইংল্যান্ডকে ছাড়িয়ে যাবার উপক্রম ভারতের লেজ মুড়িয়ে দেয় ইংরেজ বোলাররা। ১১ রানে পতন ঘটে শেষ ৪ উইকেট। সেই ইংল্যান্ড স্কোর ৩৮৭ তে গুটিয়ে যায় ভারত। দিন শেষে জাতিপ্রীত বুমরার একমাত্র ওভারে ২ রান সংগ্রহ করে ইংল্যান্ড।
খেলার বাকি দুই দিন ৬ সেশন। শেয়ানে শেয়ানে লড়াই চলতে থাকা খেলাটিতে এখন চরম আকর্ষণ। ভারতকে কি টার্গেট দেয়া হয় আর ভারত কি ভাবে যুদ্ধ করে সেটি দেখার অপেক্ষায় গোটা বিশ্ব।
লর্ডস অনার্স বোর্ডে যুক্ত হয়েছে জো ৰূট, জাসপ্রিত বুমরাহ আর কে এল রাহুলের নাম। হয়তো আজ এবং আগামী কাল আরো নাম যুক্ত হবে কেউ সেঞ্চুরি করলে বা অনুন্য ৫ উইকেট অর্জন করলে। জো রুট টেস্ট ক্রিকেটে ৩৭ সেঞ্চুরি করে সেরা ৫ জনের এলিট ক্লাবে অন্তর্ভুক্ত হয়ে গাছে। উপরে আছে কুমার সাঙ্গরা কারা (৩৮), রিকি পন্টিং (৪১), জ্যাক কালিস (৪৫) আর সচিন টেন্ডুকার (৫১)। আর সর্বকালের সর্বাধিক টেস্ট রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে উত্তীর্ণ হওয়ার পথের ৰূট।