হাবিব-অন্তরার ‘ভাবিনি কখনো’

প্রথমবার হাবিব ওয়াহিদের সঙ্গে গাইলেন অন্তরা কথা। ‘ভাবিনি কখনো’ শিরোনামের দ্বৈত গানটি লিখেছেন সুহৃদ সুফিয়ান। সুর ও সংগীত আয়োজন করেছেন হাবিব ওয়াহিদ।

হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে গানটির প্রকাশের পর বেশ সাড়ে পাওয়া গেছে। মন্তব্যের ঘরে সবাই যেন সেই পুরোনো হাবিব ওয়াহিদকে ফিরে পেয়েছেন। সঙ্গে অন্তরা কথারও প্রশংসা করছেন অনেকে। অন্তরার মাঝে অনেকে যেন ন্যান্সিকে খোঁজে পেয়েছেন।

গানটি নিয়ে হাবিব ওয়াহিদ বলেন, ‘গানের কথা অনুযায়ী সুর ও সংগীতায়োজন করার চেষ্টা করেছি। অন্তরা ভালো গেয়েছে। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’

অন্তরা কথা বলেন, ‘প্রথমবার হাবিব ভাইয়ের সঙ্গে গাইলাম। আমার একটা স্বপ্ন পূরণ হলো।’

এর আগে হাবিব ওয়াহিদ জানিয়েছিলেন, তাঁর ইউটিউব চ্যানেলে গত ২ বছরের ধারাবাহিকতায় নিয়মিতই নতুন গান আসছে। অনেক নতুন শিল্পীদের সঙ্গে কাজ করছেন তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

one × three =