হার দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু বাংলাদেশের

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। গতরাতে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ নারী দল ।

কেপ টাউনে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারায় তারা। ৮ রান করে আউট হন ওপেনার সালমা খাতুন। দ্বিতীয় উইকেটে ৩৮ রানের জুটি গড়েন আরেক ওপেনার সোবহানা মোস্তারি ও তিন নম্বরে নামা শামিমা সুলতানা। ১৪তম ওভারে ৭০ রানের মধ্যে বিদায় নেন তারা। মোস্তারি ১৮ ও সুলতানা ৩৬ রান করে আউট হন।

পরের দিকে বাংলাদেশের ব্যাটাররা দ্রুত রান তুলতে পারেননি। এতে ২০ ওভারে ৭ উইকেটে ১০১ রানের মামুলি সংগ্রহ পায় বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানার ব্যাট থেকে আসে ১৫ রান। ১০২ রানের টার্গেটে খেলতে নেমে ৫ ওভারের মধ্যে পাকিস্তানের দুই ওপেনারকে বিদায় করেন বাংলাদেশের পেসার মারুফা আকতার।

এরপর মিডল-অর্ডারে পাকিস্তানের ২ উইকেট শিকার করে বাংলাদেশকে লড়াইয়ে রাখেন লেগ-স্পিনার রুমানা আহমেদ। ১৩তম ওভারে ৬৯ রানে ৪ উইকেট হারায় পাকিস্তান। পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ৩৬ রান তুলে পাকিস্তানের জয় নিশ্চিত করেন নিদা দার ও আয়শা নাসিম। নিদা ২৪ ও নাসিম ২০ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের মারুফা-রুমানা ২টি করে উইকেট নেন।

আগামীকাল দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১২ ফেব্রুয়ারি শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ^কাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এবারের আসরে গ্রুপ-এ’তে রয়েছে বাংলাদেশ। শ্রীলংকা ছাড়াও গ্রুপে রয়েছে  অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা।

বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twenty + 20 =