হুমায়ূন আহমেদের জন্মদিনে শাওনের নতুন গান

১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের ৭৩তম জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে ‘একটু পরে নামিবে আঁধার বেলাও ফুরিয়ে যাবে/ সত্যি কি তুমি আমার নৃত্যের সাথী হবে?’ গানটি গেয়েছেন শাওন। তবে গানটি হুমায়ূন আহমেদের লেখা না। লিখেছেন, লন্ডন প্রবাসী প্রফেসর মোহাম্মদ ফজল। ‘যদি মন কাঁদে/তুমি চলে এসো এক বরষায়’ গানের মতো এ গানেও সুর দেয়ার পাশাপাশি সংগীত পরিচালনা করেছেন এসআই টুটুল। গানটির মিউজিক ভিডিও পরিচালনা ও সিনেমাটোগ্রাফি করেছেন খায়ের খন্দকার। সম্প্রতি নুহাশ পল্লীতে গানটির চিত্রায়ণ সম্পন্ন হয়েছে।

নতুন এ গান প্রসঙ্গে মেহের আফরোজ শাওন বলেন, ‘যদি মন কাঁদে আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ গান। শুধু এজন্য নয় যে শ্রোতারা গানটি অসম্ভব পছন্দ করেছেন। গানটির সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িত। গানটিতে যখন ভয়েস দিই তখন নিষাদ হুমায়ূন আমার পেটে। গানটির কোনো মিউজিক ভিডিও করিনি আমরা। শ্রোতাদের এত ভালোবাসা পেয়েছি যে অভিভূত বললে আসলে কম বলা হয়। আমি সৌভাগ্যবান এমন একটি গান গাইতে পেরেছি।’

তিনি আরো বলেন, এসআই টুটুল গানটিতে অসম্ভব সুন্দর একটা সুর দিয়েছেন। আমরা মোহাম্মদ ফজলের আবেগের সঙ্গে মিলে ভালো কিছু তৈরি করতে পেরেছি বলে আমার ধারণা। গানের ভিডিও নির্মাতা খায়ের খন্দকার বলেন, ‘আমি সারপ্রাইজড। অসাধারণ একটি গান হয়েছে। আমি চেষ্টা করেছি গানটি ফুটিয়ে তোলার। আর বিষয় যেহেতু হুমায়ূন আহমেদ স্যার তাই অন্য রকম একটা রোমাঞ্চকর অনুভূতি কাজ করছে আমার মধ্যে। আশা করছি গানটি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’

বণিক বার্তা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

seventeen − 12 =