হৈমন্তী শুক্লার সঙ্গে গাইলেন আলাউদ্দিন

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী হৈমন্তী শুক্লার সঙ্গে গাইলেন বাংলাদেশের এইচ এম আলাউদ্দিন। ‘হারাবার আগে কেউ বোঝে না’ শিরোনামের গানটি লিখেছেন শফিকুজ্জামান ঝিনুক। সুর ও সংগীত আয়োজন করেছেন গোলাম সারোয়ার। সম্প্রতি কলকাতায় গানটির রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন হৈমন্তী শুক্লা ও আলাউদ্দিন।

হৈমন্তী শুক্লা বলেন, ‘আলাউদ্দিনের সঙ্গে যে গানটি গেয়েছি, সেটির কথা যেমন সুন্দর, সুরও চমৎকার। আর আলাউদ্দিনের কণ্ঠটা খুব ভালো। আমার কাছে তার কণ্ঠ, তার পরিবেশনা ভীষণ ভালো লেগেছে। গানটি প্রকাশ পেলে নিশ্চয়ই শ্রোতা-দর্শকের ভালো লাগবে।’

আলাউদ্দিন বলেন, ‘সংগীতজীবনে আমার পথচলা খুব অল্পদিনের। এই অল্প সময়ে আমি শ্রদ্ধেয় হৈমন্তী শুক্লার সঙ্গে গান গাইবার সুযোগ পেলাম। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি, বড় অনুপ্রেরণা।’

আলাউদ্দিন জানান, শিগগির গানটি প্রকাশ পাবে। গত মার্চ মাসে আলাউদ্দিনের কণ্ঠে প্রকাশ পায় ‘মানুষ হলো সেরা বেইমান’ গানটি। ২০২৩ সালের চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতায় অংশ নেওয়া আলাউদ্দিন আছেন এই প্রতিযোগিতার টপ ফাইনালিস্টে। এখনো বাকি রয়ে গেছে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

11 + eight =