হোমায়রা হিমুর জন্মদির আজ

অভিনেত্রী হোমায়রা হিমুর জন্মদির আজ। লক্ষ্মীপুরে জন্ম তার। মঞ্চ নাটক দিয়ে অভিনয় শুরু করেন তিনি।তার অভিনীত প্রথম নাটক ‘ছায়াবীথি’ প্রচারিত হয় ২০০৬ সালে। এরপর তিনি হয়ে উঠেন ধারাবাহিক নাটকের নিয়মিত মুখ।
নাটকে অভিনয়ের ফাঁকে ফাঁকে ছবিতেও দেখা যায় হোমায়রা হিমুকে। এর আগে ‘আমার বন্ধু রাশেদ’, ‘এক কাপ চা’ এবং ‘আমার মা’ নামের ছবিতে অভিনয় করেছেন। লকডাউনের আগে আরেকটি নতুন ছবির কাজ শেষ করেছেন এ অভিনেত্রী। এর নাম ‘তোরে কত ভালোবাসি’। ছবির সব কাজ শেষে এখন মুক্তির অপেক্ষায় আছে। এতে অভিনয় প্রসঙ্গে হিমু বলেন, ‘ছবিতে অভিনয় করি অনেকটা শখ করেই। এ ছবিটির ক্ষেত্রেও তাই ঘটেছে। শুনেছি প্রেক্ষাগৃহ চালু হলেই এটি মুক্তি পাবে। এতে আমার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। আমি সাধ্যমতো চেষ্টা করেছি চরিত্রটি ফুটিয়ে তুলতে। দর্শক যদি আমার অভিনয় দেখে তৃপ্ত হন তবেই আমার অভিনয় সার্থক হবে।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 − four =