হোয়াটসঅ্যাপে নিজের পছন্দের কনটাক্ট গুছিয়ে রাখুন সহজেই

হোয়াটসঅ্যাপে ‘ফেভারিটস’ নামে একটি ফিচার আছে, যা ব্যবহার করে সব গুরুত্বপূর্ণ ও পছন্দের কনটাক্ট আলাদা করে সাজিয়ে নিতে পারবেন। অনেক মানুষের ভিড়ে সহজেই নিজের পছন্দের মানুষের বা দরকারি কাজের কথোপকথন খুঁজে পেতে সাহায্য করে এ ফিচার।

কীভাবে ফিচারটি ব্যবহার করবেন সে বিষয়ে একটি নির্দেশনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট হাও-টু গিক। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

হোয়াটসঅ্যাপে বা ফোনে শত শত ফোন নম্বর থাকতে পারে। আর হোয়াটসঅ্যাপ কাজের সুত্রে ব্যবহার করে থাকলে, নিজের কাছের মানুষদের কথোপকথন বা দরকারি কন্টাক্ট খুঁজে পাওয়া মুশকিল হতে পারে।

অনেকে এমন পরিস্থিতিতে ‘পিন’ ফিচার ব্যবহার করে থাকেন। তবে, পিন ফিচার কেবল তিনটি কথোপকথন স্ক্রিনের শীর্ষে পিন করতে দেয়। অন্যদিকে ফেভারিটস ফিচারে যত খুশি ততগুলো কনটাক্ট যোগ করতে পারেন।

কীভাবে ফেভারিটস ফিচার ব্যবহার করবেন?

প্রথমে অ্যাপটি চালু করে সার্চ বারের সঙ্গে থাকা ‘আনরিড’ ও ‘ফেভারিটস’ বিভাগ দুটি স্ক্রল করে বের করুন। এরপর ফেভারিটস অপশনে যান। সেখান থেকে ‘ম্যানেজ’ ফেভারিটস অপশনটি বেছে নিন।

পরের স্ক্রিনে ‘অ্যাড পিপল অর গ্রুপস’ অপশনে চাপুন। এরপর পছন্দের কনটাক্ট বা গ্রুপের নাম লিখে তার ওপরে চাপুন। এভাবে পছন্দের সব কনটাক্ট যোগ করে নিচের ডান কোণায় টিক চিহ্ন আইকনে চেপে নিশ্চিত করুন।

এরপর থেকে হোয়াটসঅ্যাপে এসে পছন্দের বা দরকারি কথোপকথন খুঁজে পেতে হয়রান হতে হবে না। সহজেই স্ক্রিনের ওপর থেকে ফেভারিটস ট্যাব থেকে সেটি খুঁজে নিতে পারবেন।

এরপর, আবার ম্যানেজ ফেভারিটস অপশনে গিয়ে ডিলিট বোতাম চেপে কনটাক্ট বাদ দিতে পারবেন। ‘অ্যাড মোর’ বাটন ব্যবহার করে নতুন কনটাক্ট যোগ করতেও পারেন।

এ ছাড়া, ওপরের ডান কোণায় পেন্সিল আইকন থেকে কনটাক্ট কোন ক্রমে দেখানো হবে সেটিও এডিট করতে পারেন। এটি মূল চ্যাটে প্রভাব না ফেললেও কল অপশনে কোন কনটাক্ট সবার ওপরে আসবে সেটি ঠিক করে দেবে।

ফেভারিটস ফিচারে কনটাক্ট যোগ করার নির্ধারিত সংখ্যা না থাকলেও, ইচ্ছেমতো মানুষকে ফেভারিটস তালিকায় যুক্ত না করাই ভালো। এতে করে ফিচারটি বিশেষত্ব হারাতে পারে। নিজের পছন্দের এবং কাজের পাঁচ দশজন মানুষকেই ফেভারিটস তালিকভুক্ত করার পরামর্শ দিয়েছে হাও-টু গিক।

বিডিনিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

10 − seven =