হ্যারি পটারের ‘ডাম্বলডোর’খ্যাত অভিনেতা মাইকেল গ্যামবনের মৃত্যু

‘হ্যারি পটার’-এর জনপ্রিয় চরিত্র ‘ডাম্বলডোর’খ্যাত অভিনেতা মাইকেল গ্যামবন মারা গেছেন। ৮২ বছর বয়সে না-ফেরার দেশে চলে গেলেন তিনি। তাঁর মৃত্যুসংবাদ নিশ্চিত করেছে বিবিসি। প্রায় পাঁচ দশকের অভিনয়জীবনে কাজ করেছেন একাধিক সুপারহিট ছবিতে। তবে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন ‘হ্যারি পটার’ ফ্র্যাঞ্চাইজির ছবিতে ‘ডাম্বলডোর’ চরিত্রটি।

এক বিবৃতিতে তাঁর পরিবার জানিয়েছে, ‘আমরা শোকসন্তপ্ত আমাদের সবার প্রিয় স্যার মাইকেল গ্যামবন। প্রিয় স্বামী ও দায়িত্ববান পিতা, হাসপাতালে শেষবারের মতো শান্তিতে ঘুমিয়েছেন। সেই সময় তাঁর পাশে ছিলেন স্ত্রী অ্যানি ও পুত্র ফেরগুস।’

হ্যারি পটারের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করে জানানো হয়, ‘স্যার মাইকেল গ্যামবনের মৃত্যুর খবরে আমরা মর্মাহত। সারা বিশ্বের হ্যারি পটারপ্রেমীদের উনি নিখাদ বিনোদন, আনন্দের রসদ জুগিয়েছেন তাঁর রসবোধ, মমতা আর দয়ার মাধ্যমে। তাঁর স্মৃতি আজীবন আমাদের হৃদয়ে থাকবে।’

এই আইরিশ ব্রিটিশ অভিনেতার অভিনয়জীবন শুরু হয়েছিল থিয়েটারের মঞ্চ থেকে। রয়্যাল ন্যাশনাল থিয়েটারে লরেন্স ওলিভারের সঙ্গে মাইকেলের যাত্রাপথ শুরু। হ্যারি পটার সিনেমা সিরিজ ছাড়াও ‘ওথেলো’, ‘দ্য ইনসাইডার’, ‘দ্য উইংস অব দ্য ডাব’, ‘দ্য কিংস স্পিচ’-এর মতো ছবির জন্যও দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। মাইকেল গ্যামবন দাপটের সঙ্গে কাজ করেছেন টেলিভিশন ইন্ডাস্ট্রিতেও। জিতেছেন চারটি বাফটা পুরস্কার। ১৯৯৮ সালে ব্রিটিশ রাজপরিবার গ্যামবনকে নাইটহুড উপাধিতে সম্মানিত করে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

15 + twelve =