‘হ্যালো সুপারস্টার’ অ্যাপের উদ্বোধনী আয়োজনে রুনা লায়লা

‘হ্যালো সুপারস্টার’ অ্যাপের উদ্বোধনী আয়োজনে অংশ নিচ্ছেন বরেণ্য কণ্ঠশিল্পী রুনা লায়লা। তারকাদের সঙ্গে ভক্তদের যোগাযোগ তৈরির এই অ্যাপ আগামী ৩০ এপ্রিল উন্মুক্ত করা হবে। এ উপলক্ষে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানেই বিশেষ অতিথি হিসেবে রুনা লায়লা উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানান। আন্তর্জাতিক এই তারকাশিল্পী জানান, ‘হ্যালো সুপারস্টার’ অ্যাপের কান্ট্রি হেড পদে নিযুক্ত আছেন এ দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তাঁর আমন্ত্রণেই এর উদ্বোধনী আয়োজনে অংশ নেওয়া। রুনা লায়লার কথায়, ‘আসিফ শুধু গানের ভুবনের সহযোদ্ধা নন, প্রিয় মানুষদেরও একজন। তাই আসিফ যখন একটি প্রতিষ্ঠানের গুরুদায়িত্ব কাঁধে নিয়ে আমাদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন, তখন আনন্দের সঙ্গে সাড়া দিয়েছি।’ আসিফ আকবরের কথায়, “রুনা লায়লার সঙ্গে গান গাওয়া, কথা বলার সুযোগ পাওয়া, স্নেহ-ভালোবাসায় সিক্ত হওয়া সবই স্বপ্নের মতো মনে হয়। নন্দিত এই শিল্পীর মনটাও কোমল। তাই ‘হ্যালো সুপারস্টার’ অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হওয়ার আমন্ত্রণেও শূন্য হাতে ফিরতে হয়নি। বাংলাদেশের যোগ্যতম প্রতিনিধি হিসেবে তিনি এই আয়োজনে থাকছেন, এটা সবচেয়ে আনন্দের।’ গানের পাশাপাশি ‘হ্যালো সুপারস্টার’ অ্যাপের কান্ট্রি হেড-এর দায়িত্ব নেওয়া প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘এই দায়িত্বটা আমার কাছে উত্তাল সমুদ্র পাড়ি দেওয়ার চেয়ে কম চ্যালেঞ্জিং নয়। তারপরও চ্যালেঞ্জ নিয়েছি দেশের জন্য কিছু করার প্রয়াসে। আশা করছি, এই অভিযানে সফল হবো।’ তিনি আরও জানান, ‘হ্যালো সুপারস্টার’ অ্যাপটি মূলত তারকা ও ভক্তদের মধ্যে যোগাযোগ তৈরির একটি সেতু। যেখানে তারকারা অ্যাকাউন্টের মাধ্যমে নিজেদের খবরাখবর তুলে ধরার সুযোগ পাবেন, যার সুবাদে ভক্তরা সরাসরি প্রিয় তারকার খবরাখবর তাদের মাধ্যমেই জানতে পারবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

4 × 1 =