১০ শিল্পীর কণ্ঠে পদ্মা সেতুর গান

সাবিনা ইয়াসমিন, রেজওয়ানা চৌধরী বন্যাসহ দেশের ১০ শিল্পী কণ্ঠে তুললেন পদ্মা সেতু নিয়ে লেখা এক গান; সেতুর উদ্বোধনের দিন থেকে বিভিন্ন টেলিভিশনে গানটি প্রচার করা হবে।

গীতিকার কবীর বকুলের কথায় ‘তুমি অবিচল দৃঢ়প্রতিজ্ঞ, তুমি ধূমকেতু’ শিরোনামে গানটির সুর ও সংগীত করেছেন কিশোর দাস।

গানের শিল্পীরা ইতোমধ্যে পদ্মা সেতুতে গিয়ে গানের দৃশ্যধারণ করে এসেছেন; গানের ভিডিওচিত্র নির্মাণ করছেন কামরুল হাসান ইমরান।

সাবিনা ইয়াসমিন বলেন, “গানের কথা ও সুর খুব ভালো লেগেছে; খুব ভালো একটি গান হয়েছে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।”

বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ সেতু মন্ত্রণালয়ের উদ্যোগ এ গানে সাবিনা ইয়াসমিন, রেজওয়ানা চৌধুরী বন্যা ছাড়াও রফিকুল আলম, কুমার বিশ্বজিৎ, মমতাজ বেগম, বাপ্পা মজুমদার, দিলশাদ নাহার কনা, নিশিতা বড়ুয়া, ইমরান মাহমুদুল ও কিশোর দাস কণ্ঠ দিয়েছেন।

বিডিনিউজ

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 × 5 =