বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় টেলিভিশন নেটওয়ার্ক দীপ্ত টিভি ১১তম ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল (ডিআইএমএফএফ) ২০২৫-এর টিভি মিডিয়া পার্টনার এবং স্ট্রিমিং পার্টনার (দীপ্ত-প্লে) হিসেবে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ঢাকার কাওরান বাজারে অবস্থিত দীপ্ত টিভির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দীপ্ত টিভির সিইও তুসনুভা আহমেদ টিনা দীপ্ত টিভির পক্ষ থেকে এবং ডিআইএমএফএফ-এর পিআর ম্যানেজার মো. সামিউজ্জামান ডিআইএমএফএফ-এর পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন দীপ্ত টিভির ডিজিটাল মিডিয়ার প্রধান মোহাম্মদ আবু নাসিম, দীপ্ত টিভি ডিজিটাল মিডিয়ার প্রডিউসার সাইবেতুর রহমান ফয়সাল, ডিআইএমএফএফ ২০২৫-এর ক্রিয়েটিভ ম্যানেজার সোহান শেখ এবং ডিআইএমএফএফ ২০২৫-এর ইভেন্ট কো-অর্ডিনেটর শ্রাবণ খান।
১১তম ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫ আগামী ২২ ফেব্রুয়ারি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর ক্যাম্পাস এ-তে উদ্বোধন করা হবে এবং ২৩ ফেব্রুয়ারি স্টার সিনেপ্লেক্স, সীমান্ত সম্ভারে উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এবছর উৎসবে ২৮টি দেশ থেকে ১১৭টি চলচ্চিত্র জমা পড়েছে, যা মোবাইল চলচ্চিত্র নির্মাণের প্রতি বিশ্বব্যাপী ক্রমবর্ধমান আগ্রহকে প্রতিফলিত করে।
২০১৫ সালে প্রতিষ্ঠিত ডিআইএমএফএফ তরুণ চলচ্চিত্র নির্মাতাদের জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে এবং তার মূল মটো “নতুন প্রজন্ম, নতুন প্রযুক্তি, নতুন যোগাযোগ” ধারণাকে তুলে ধরছে। এই উৎসব মোবাইল ফোনের মাধ্যমে সৃজনশীল চলচ্চিত্র নির্মাণকে উৎসাহিত করে, ডিজিটাল সিনেমার নতুন দিগন্ত উন্মোচন করছে।