১২০০ পর্বে ‘মাশরাফি জুনিয়র’

সম্প্রতি একক নাটকের প্রভাবে ধারাবাহিক নাটক কিছুটা কোণঠাসা হয়ে পড়লেও ব্যতিক্রম ‘মাশরাফি জুনিয়র’। চার বছর আগে প্রচার শুরু হওয়া নাটকটি আজ স্পর্শ করতে যাচ্ছে ১২০০ পর্বের মাইলফলক। আজ রাত ৮টায় দীপ্ত টিভিতে দেখা যাবে মাশরাফি জুনিয়রের বিশেষ এই পর্ব।

ভাইকে কথা দিয়ে ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে বন্ধু আয়ানের হাত ধরে শহরে আসে মণি। নানা কারণে মণির জীবন থেকে হারাতে বসে বন্ধু আর ক্রিকেট দুটোই। বন্ধু আয়ানকে বিয়ের পর রুনা বাধা হয়ে দাঁড়িয়েছিল মণির পথে, সে-ই এখন মণিকে এগিয়ে দিচ্ছে জাতীয় দলে খেলার জন্য। তবে মণিকে জাতীয় ক্রিকেট দলে দেখতে দর্শকের যে আকাঙ্ক্ষা, তা আরও দীর্ঘ হচ্ছে একের পর এক জটিলতা আর মণির জীবনসংগ্রামের কারণে। জুয়াড়িদের চক্রান্ত আর বোর্ডের কঠিন ফিটনেস পরীক্ষায় উতরে মণি এগিয়ে যেতে চায় জাতীয় দলে খেলার সুযোগ করে নিতে। সে লাল-সবুজের জার্সি শেষপর্যন্ত গায়ে জড়াতে পারবে কি না—এমনই এক দ্বিধা নিয়ে দর্শকেরা অপেক্ষা করছেন এই ১২০০তম পর্ব দেখতে।

আহমেদ খান হীরকের গল্পে মাশরাফি জুনিয়রের চিত্রনাট্য করেছেন আসফিদুল হক, সংলাপ লিখেছেন মো. মারুফ হাসান। পরিচালনায় সাজ্জাদ সুমন। মাশরাফি জুনিয়র ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সাফানা নমনি, গোলাম ফরিদা ছন্দা, চিত্রলেখা গুহ, সমু চৌধুরী, রোজি সিদ্দিকী, সোহেল তৌফিক, মিতুল রহমান, মাইশা মাশফিকা তানিশা, জুয়েল জহুর, এ কে আজাদ সেতু, আজিজুন মিম, শেহজাদ ওমর, রুবাইয়া এশা প্রমুখ।

নির্মাতা সাজ্জাদ সুমন বলেন, ‘১২০০তম পর্ব প্রচারিত হতে যাচ্ছে মাশরাফি জুনিয়র ধারাবাহিকটির। বাংলাদেশে এটা একটা বড় মাইলফলক। প্রায় ৫ বছর ধরে একটা মেগা সিরিয়ালের দর্শকপ্রিয়তা ধরে রাখাটা সহজ ছিল না। আমাদের দেশে সফলভাবে ২০০ পর্ব করাই কঠিন কাজ। কিন্তু বড় ধারাবাহিকে এটা সম্ভব, যার প্রমাণ মাশরাফি জুনিয়র।’

দীপ্ত টিভির পাশাপাশি মাশরাফি জুনিয়র দেখা যাচ্ছে দীপ্ত প্লে, দীপ্ত টিভির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 × two =