অক্টোবর মাসের জন্য ১২ কেজি এলপি গ্যাসের দাম ২৯ টাকা টাকা কমিয়ে ১২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে অটোগ্যাস ৫৮.১৫ টাকা থেকে কমিয়ে ৫৬.৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন দর সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে নতুন দর ঘোষণা দেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। এ সময় কমিশনের সদস্য মো. মিজানুর রহমান, মো. আব্দুর রাজ্জাক, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহিদ সারওয়ার, সুলতানা রাজিয়া উপস্থিত ছিলেন।
সেপ্টেম্বর মাসের জন্য ১২ কেজি এলপি গ্যাসে দাম ছিল ১২৭০ টাকা, অটোগ্যাস লিটার প্রতি ৫৮.১৫ টাকা ছিল। আর গত জুন মাসে ১২ কেজি এলপিজির দাম ছিল ১৪০৩ টাকা, অটোগ্যাস ছিল ৬৪.৩০ টাকা।
কয়েক মাস ধরেই এলপি গ্যাসের দামের সূচক নিম্নমুখী রয়েছে। আমদানি নির্ভর এলপি গ্যাসের আন্তর্জাতিক বাজারদর কয়েক মাস ধরেই কমতির দিকে। সাধারণত শীতকালে পশ্চিমা রাষ্ট্রগুলোতে এর চাহিদা বেড়ে গেলে দামও ঊর্ধ্বমুখী হয়ে থাকে।
আমদানি নির্ভর এলপিজিতে ২০২১ সালের ১২ এপ্রিলে প্রথম দর ঘোষণা হয়। ওই আদেশে বলা হয় সৌদির দর উঠা-নামা করলে ভিত্তিমূল্য উঠানামা করবে। অন্যান্য কমিশন অপরিবর্তিত থাকবে। ঘোষণার পর থেকে প্রতিমাসে এলপিজির দর ঘোষণা করে আসছে বিইআরসি। তবে অভিযোগ রয়েছে কখনই বিইআরসি নির্ধারিত দরে বাজারে এলপি গ্যাস পাওয়া যায় না।