১২ বছর পর নতুন গান নিয়ে  জেমস

নগরবাউল জেমসের নতুন গান পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন তার ভক্তরা। কারণ মাঝে বয়ে গেলো একযুগ। অনেকে ধরেই নিয়েছেন- তিনি সম্ভবত আর নতুন গানে ফিরছেন না। কিংবা নিয়েছেন অবসর।কারণ, অসংখ্য গানের লোভনীয় সব প্রস্তাব জেমস ফিরিয়েছেন গেল একযুগে।বিপরীতে জেমস বারবারই বলেছিলেন, ‘নতুন গান প্রকাশের পরিবেশ নেই। পরিবেশ-পরিস্থিতি হলে ভাববো।’

অবশেষে জেমস খুঁজে পেলেন সেই পরিবেশ। প্রকাশের সিদ্ধান্ত নিলেন নতুন গান। এখন শুধু চাঁদরাতের অপেক্ষা। এরমধ্যে গানটির রেকর্ডিং ও ভিডিও নির্মাণ হয়েছে। শিগগিরই জানানো হবে বিস্তারিত।

জেমস মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেন, ‘টানা ১২ বছর পর একক গান নিয়ে হাজির হচ্ছেন ভাই। এটা আমাদের সবার জন্যই আনন্দের। গানটি প্রকাশ হবে চাঁদরাতে। আর সেই গানটির সঙ্গে অভিষেক হচ্ছে নতুন প্রযোজনা প্রতিষ্ঠানেরও। এটাও একটা আনন্দের বিষয়।’

জানা গেছে, জেমসকে নিয়ে চমকে দেওয়া এই নতুন প্রতিষ্ঠানটির নাম বসুন্ধরা ডিজিটাল।

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

sixteen + sixteen =