১৮ মাসের মধ্যে করোনায় সবচেয়ে কম শনাক্ত

দেশে গত এক দিনে ২৪৩ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যা দেড় বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে সর্বশেষ গতবছরের ১৪ এপ্রিল এর চেয়ে কম রোগী শনাক্ত হয়েছিল এক দিনে। সেদিন ২০৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত আরও ১০ জনের মৃত্যু হয়েছে। মহামাররি শুরু থেকে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৭ হাজার ৮০১ জনের।

গত একদিনে যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ১৬৩ জনই ঢাকা বিভাগের, যা দিনের মোট শনাক্তের দুই তৃতীয়াংশের বেশি। যে দশজন মারা গেছেন, তাদের সাতজনই ঢাকা ও চট্টগ্রাম বিভাগের।

বুধবার সারাদেশে ৬ জনের মৃত্যু হয়েছিল, আর ৩৬৮ জন নতুন রোগী পাওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সে হিসাবে গত এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা কমলেও মৃত্যু সামান্য বেড়েছে।

বিডিনিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

17 − 7 =