২০২৪ এ মুক্তি পাওয়া অ্যাকশন সিনেমা

চলতি বছর সারা বিশ্বে অসংখ্যা সিনেমা মুক্তি পেয়েছে। যার মধ্যে অনেক সিনেমা ইতিমধ্যে ব্যবসাসফল হয়েছে। সিনেমাপ্রেমীদের পছন্দের একটা ঘরানা হচ্ছে অ্যাকশন। সারা বছর বেশ কিছু অ্যাকশন ঘরানার সিনেমা মুক্তি পায় বিশ্বের নানা প্রান্তে। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ১০টি অ্যাকশন সিনেমা সম্পর্কে জানাচ্ছে শিশির খান পাবেল

দ্যা বিইকিপার – ডেভিড আয়ার

জেসাম স্টেথামের অভিনীত অ্যাকশন থ্রিলার ঘরনার সিনেমা ‘দ্যা ব্লিকিপারস’। গল্প শুরু হয় অ্যাডাম গ্লেকে কেন্দ্র করে, যে ব্লিকিপারস নামক সিক্রেট গ্রুপের সাবেক সদস্য। একদিন তার বাড়ির মালিক ও একমাত্র কাছের মানুষ জিনি একটি ফিসিং স্প্যামের স্বীকার হয়, এবং তাদের চ্যারিটির অ্যাকাউন্টে থাকা দুই মিলিয়ন ডলার হারায়। যার কারণে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে জিনি আত্মহত্যা করে। যার প্রতিশোধ নিতে অ্যাডাম যোগাযোগ করে ব্লিকিপারসদের সঙ্গে। এরপর একেকজনকে খুঁজে বের করে হত্যা করে অ্যাডাম। জেসাম স্টেথামের অসাধারণ ফাইটিং স্কিল আপনাকে মুগ্ধ করবে। ডেভিড আয়ার পরিচালিত সিনেমাটি ১২ জানুয়ারি মুক্তি পায়। মুক্তির পর থেকে এখন পর্যন্ত সিনেমাটি প্রায় ১০০ মিলিয়ন ডলার আয় করেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন জেসন স্ট্যাথাম, জোশ হাচারসন, টেলর জেমস, জেরেমি আয়রনস, মিনি ড্রাইভার, জেমা রেডগ্রেভ, ফিলিসিয়া রাশাদ, অ্যাম্বার সিয়েনাসহ আরও অনেকে।

ল্যান্ড অফ ব্যাড – উইলিয়াম ইউব্যাঙ্ক

উইলিয়াম ইউব্যাঙ্ক পরিচালিত সিনেমা ‘ল্যান্ড অফ ব্যাড’ সিনেমা মুক্তি পায় ১৬ ফেব্রুয়ারি। সিনেমাটির গল্প দক্ষিণ ফিলিপাইনকে কেন্দ্র করে। ইউএস আর্মি এবং ডেল্টা ফোর্স সেখানে একটি মিশন পরিচালনা করে। মিশন পরিচালনা করা অবস্থায় টিম লিডার অফিসার ক্যারি লিয়াম ও তার সদস্যরা সম্মুখীন হয় শত্রুপক্ষের অনাকাক্সিক্ষত হামলার। এ অবস্থায় তাদের একমাত্র আশা এয়ারফোর্সের ড্রোন পাইলট ফ্লিপার। ৪৮ ঘণ্টার ভয়ানক যুদ্ধের পর তারা কী প্রাণ নিয়ে বেঁচে ফিরতে পারে? এ নিয়েই সিনেমাটি এগোয়। সিনেমাটিতে হাই ইন্টেনসিটি শুটআউট এবং ন্যারেটিভ আপনাকে টান টান উত্তেজনায় রাখবে। সিনেমাটি প্রেক্ষাগৃহে সফলতার মুখ না দেখলেও ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সে সিনেমাটি মুক্তি পেলে তা ব্যাপক সফলতা লাভ করে। সিনেমাটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন রাসেল ক্রো, লিয়াম হেমসওয়ার্থ, লুক হেমসওয়ার্থ, মিলো ভেন্টিমিগ্লিয়া, চিকা ইকোগওয়ে, ড্যানিয়েল ম্যাকফারসন, রিকি হুইটলসহ আরও অনেকে।

ডিউন ২ – ডেনিস ভিলেনিউভ

২ ঘণ্টা ৪৬ মিনিটের অ্যাকশন সাইফাই ঘরানার ছবিটি ছাড়িয়ে গেছে তার আগের কিস্তিকে। ২৪ ফেব্রুয়ারির মুক্তিপ্রাপ্ত ডেনিস ভিলেনিউভের পরিচালিত সিনেমাটি এখন পর্যন্ত ৭০০ মিলিয়ন ডলায় আয় করেছে। যার কারণে ‘ডিউন ২’ সিনেমা এ বছরের সেরা সিনেমার খেতাব পায়। বিশ্বাসঘাতকতার কারণে পল তার বাড়িঘর, বাবা-মাকে ছেড়ে বসবাস শুরু করে ফ্রিম্যানদের সঙ্গে যারা আরাকিসের বাসিন্দা। মরুভূমির নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে পল নিজেকে একজন যোদ্ধা হিসেবে প্রস্তুত করতে থাকে, কারণ পল সেই ব্যাক্তি যার নির্দেশে এক হবে সমস্ত ফ্রিম্যানরা। পাশাপাশি পল এবং জ্যানির মধ্যে দেখা যায় প্রেমের সম্পর্ক। অসাধারণ মিথিক্যালজি এবং একশনে ভরপুর মাস্ট ওয়াচ সিনেমা এটি। সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন অস্টিন বুটেল, ফ্লোরেন্স পুগ, টিমোথি চালামেটসহ আরও অনেকে।

গডজিলা এক্স কং দ্যা নিউ এম্পিয়র – এড্যাম উইংগার

এড্যাম উইংগার পরিচালিত সাইফাই অ্যাকশন ঘরনার সিনেমা ‘গডজিলা এক্স কং দ্যা নিউ এম্পিয়র’ ২৫ মার্চ মুক্তি পায়। যারা মনস্টারভার্সের ভক্ত তারা ইতোমধ্যেই সিনেমাটি দেখে ফেলেছেন। অসাধারণ ফাইটিং এবং ভিএফেক্স এই সিনেমাটির মূল আকর্ষণ। গল্পে কং মেগা গডজিলাকে পরাজিত করার পর, হলোআর্থে কং তার নিজস্ব সাম্রাজ্যের সৃষ্টি করে এবং সে ও তার প্রজারা শুরু করে অন্য মনস্টারদের খুঁজতে। অন্যদিকে গডজিলা চেষ্টা করছে মানুষ এবং টাইটানদের মধ্যে শান্তি বজায় রাখতে। তবে তাদের সামনে আসে নতুন বিপদ কারণ কং এর সাম্রাজ্যের এক টাইটানের নজর পৃথিবীর দিকে। সেই টাইটানের হাত থেকে পৃথিবীকে রক্ষা করার এক হতে হয় কং এবং গডজিলাকে। মুভিটি দেখতে বসলে কখন যে আপনার সময় কেটে যাবে তা বুঝতেই পারবেন না। সিনেমাটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন কায়লি হটল, রেবেকা হল, ড্যান স্টিভেনস, ব্রায়ান টাইরি হেনরি, নিকোলা ক্রিসা, রাচেল হাউস, অ্যালেক্স ফার্নসস, ফালা চেনসহ আরও অনেকে।

সিভিল ওয়্যার –  অ্যালেক্স গারল্যান্ড

অ্যালেক্স গারল্যান্ডের পরিচালিত ‘সিভিল ওয়্যার’ সিনেমা মুক্তি পায় ১২ এপ্রিল। গল্পটি একদল সাংবাদিকদের কেন্দ্র করে। এমন একটি সময় যখন পুরো আমেরিকার জুড়ে চলছে ভয়ংকর গৃহযুদ্ধ। সরকার পরিণত হয়েছে স্বৈরশাসকে এবং নিয়মিত হত্যা করছে হাজারো মানুষ। কিভাবে একদল সাংবাদিক আমেরিকাকে ভয়ংকর অবস্থা থেকে মুক্ত করে এবং যুদ্ধের সময় আমেরিকার ভয়াবহ চিত্র দেখানো হয়েছে সিনেমাটিতে। ৭.৫ আইএমডিবি রেটিং প্রাপ্ত সিনেমাটির একশন এবং সাসপেন্স প্রতিটি মুহূর্ত আপনার মনে প্রশ্ন তৈরি করবে। সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন চইলি স্পেনি, ক্রিস্টান ডুসনেট, ওয়াগার মউরা, জেসি প্লিমনস, স্টিফেন প্লিমনস, সোনুয়া মিনজো, নিক অফারম্যান, আলেক্সা মনসুর, জেফারসন হোয়াইটসহ আরও অনেকে।

দ্যা মিনস্ট্রি অফ আনজেনটালম্যানলি ওয়্যারফেয়ার – গাই রিচি

গাই রিচি রচিত, প্রযোজিত ও পরিচালিত সিনেমা ‘দ্যা মিনস্ট্রি অফ আনজেনটালম্যানলি ওয়্যারফেয়ার’ সিনেমা মুক্তি পায় ১৯ এপ্রিল। সিনেমাটির গল্প দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও একটি ব্রিটিশ স্পেশাল ফোর্সকে কেন্দ্র করে, যারা প্রচলিত যুদ্ধের বাহিরে গিয়ে শত্রুর বিপক্ষে লড়াই করে। এই ফোর্সটির নেতৃত্বে আছেন বিচক্ষণ এবং সাহসী কমান্ডার হেনরি ক্যাভেল। তাদের মূল লক্ষ্য নাৎসী বাহিনীর গোপন অস্ত্র এবং পরিকল্পনা ধ্বংস করা। নাৎসী বাহিনীর বিপক্ষে ভয়ংকর অপারেশন তুলে ধরা হয়েছে এই সিনেমাটিতে। দুর্দণ্ড একশন, চিন্তাকর্ষক কাহিনী ও অসাধারণ অভিনয় সিনেমাটিতে এক ভিন্ন পর্যায়ে নিয়ে গেছে। যারা মিলিটারি সিনেমা পছন্দ করেন তাদের জন্য মাস্টওয়াচ সিনেমা।

বয় কিলস ওয়ার্ল্ড – মরিটজ মোহর

২৬ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পায় মরিটজ মোহর পরিচালিত অ্যাকশন ঘরনার ‘বয় কিলস ওয়ার্ল্ড’ সিনেমা। এছাড়াও সিনেমাটি ওটিটি প্লাটফর্ম ‘হুলু’-তে মুক্তি পায়। সিনেমাটির প্রধান চরিত্র বয় যে কথা বলতে ও শুনতে পারে না। বয় যে স্থানে বসবাস করে সেখানকার শাসক খুবই খারাপ এমনকি বয়ের পরিবারে খুনিও। নিজের পরিবারকে চোখের সামনে হত্যা করার কারণে তার জীবনের প্রধান লক্ষ প্রতিশোধ নেওয়া। এক রহস্যময় শামেনের সঙ্গে কঠিন প্রশিক্ষণ নেয় বয়, যার ফলে সে পরিণত হয় অপ্রতিরোধ্য যোদ্ধা হিসেবে। বয় কী পারবে তার প্রতিশোধ নিতে। আইএমডিবিতে ৬.৬ রেটিং প্রাপ্ত সিনেমাটিতে তুমুল অ্যাকশন একশন ও সাসপেন্স দেখা যাবে। সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন বিল স্কারসগার্ড, জেসিকা রোথে, অ্যান্ড্রু কোজি, ইয়ায়ান রুহিয়ান, ক্যামেরন ক্রোভেটি, ফ্যামিক জেনসন, মিচেল ডকিয়ারসহ আরও অনেকে।

কিংডম অফ দ্যা প্লেনেট অফ দ্যা এপস – ওয়েস বেল

এপস ফ্যানচাইজির ভক্তরা ইতিমধ্যে এই সিনেমা দেখেছেন। নতুন পরিচালক হিসেবে ওয়েস বেল সিনেমাটিতে তার মুন্সিয়ানা দেখান। ১০ মে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি এখন পর্যন্ত ৩৯৭ মিলিয়ন ডলার আয় করেছে। এটি একটি অ্যাকশন ঘরনার সিনেমা, যাতে পাবেন অসাধারণ গল্প। সিনেমাটি এগুতে থাকে নোয়া নামের একটি মেয়েকে ঘিরে। বর্তমান সময়ে এপসরা হয়ে উঠেছে সবচেয়ে বুদ্ধিসম্পন্ন একটি প্রজাতি। নোয়াকে আমরা দেখতে পাই গল্পের আরেকটি চরিত্র নোহা নামের একটি এপসের সঙ্গে একটি মিশনে, এমন একটি মিশন যা এপস এবং মানব জাতির জন্য মঙ্গলজনক। অসাধারণ একশন এবং স্টোরিলাইন এই সিনেমাটিকে অন্যসব সিনেমা থেকে যুক্তিসম্পন্ন করে তোলে। সিনেমাটিতে বিভিন্ন চরিত্র অভিনয় করেন ফ্রেয়া অ্যালান, কেভিন ডুরান্ড, ওয়েন টিগ, নোয়া পিটার, ম্যাকন, লিডিয়া পেকহামসহ আরও অনেকে।

ফিরিওসা আ ম্যাড মেক্স সাগা – জর্জ মিলার

২৩ মে মুক্তি পায় জর্জ মিলারের মুক্তিপ্রাপ্ত একশন সিনেমা ‘ফিরিওসা আ ম্যাড মেন সাগা’। মুক্তির পর থেকে এখন পর্যন্ত প্রায় ১৭৩ মিলিয়ন ডলার আয় করে সিনেমাটি। প্রেক্ষাগৃহে মুক্তির পাশাপাশি ওটিটি প্লাটফর্ম এইচবিও ম্যাক্সে দেখা যাবে সিনেমাটি। গল্পটি মূলত ম্যাড ম্যাক্সের সিনেমাটির প্রিকুয়্যাল। গল্পে শফিরিওয়াসাকে নিয়ে যেখানে তার শৈশব দেখানো হয়েছে। ফিরিওয়াসকে আটক করে নিয়ে যাওয়া হয় ওয়ারলাট ডিমেনটেস ও তার পাইকার গ্যাংয়ের কাছে। তবে ফিরিওয়াও হারার পাত্র নয়, ফিরিওয়সা কিভাবে তাদের হাত থেকে বেঁচে ফিরবে তা নিয়েই সিনেমাটি এগোয়। পুরো সিনেমায় দেখা যায় ধাওয়া পাল্টাধাওয়া অসাধারণ একশন। সিনেমাটির ভিজুয়াল খুবই মনোমুগ্ধকর। সিনেমাটি হচ্ছে মডার্ন একশন ক্লাসিক। সিনেমাটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন ক্রিস হেমসওয়ার্থ, এলসা পাটাকি, টম বার্ক, চার্লি ফ্রেজার, নিকোলাস হোল্ট, শন মিলিস অ্যালাইলা ব্রাউন, আনিয়া টেলরসর আরও অনেকে।

লেখাটির পিডিএফ দেখতে চাইলে ক্লিক করুন: সিনেমালজি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twenty − 12 =