২৬ হাজার রান পূর্ণ করলেন বিরাট কোহলি

আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ব্যাটার হিসেবে ২৬ হাজার রান পূর্ণ করেছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। গতকাল পুনের মহারাস্ট্র ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ৭৭তম রানের সঙ্গে সঙ্গেই নতুন এই মাইলফলকে পৌঁছে যান ৩৪ বছর বয়সি এই ব্যাটার।

২৬ হাজার রানের এই মাইলফলকে পৌঁছাতে দিল্লির এ ব্যাটার  ৫৬৭টি ইনিংস খেলেছেন। অপরদিকে ভারতীয় ব্যাটিং সুপার স্টার শচিন টেন্ডুলকারকে এই মাইলফলকে পৌঁছাতে খেলতে হয়েছে ৬০০ ইনিংস।

ব্যক্তিগত মাইলফলক অর্জনের পর বাংলাদেশের বিপক্ষে ওই ম্যাচে লংঅন দিয়ে ছক্কা হাকিয়ে ৭৮তম আন্তর্জাতিক সেঞ্চুরি পুরণ করেছেন কোহলি। যার সুবাদে ৭ উইকেটে জয়লাভ করা  ভারত এখনো টুর্নামেন্টে অপরাজিত রয়েছে ।

শুধু তাই নয় বিশ্বের চতুর্থ ব্যাটার হিসেবে ২৬ হাজার আন্তর্জাতিক রানের মাইল ফলক স্পর্শ করলেন  কোহলি। এই তালিকার অন্য ব্যাটাররা হলেন ভারতের শচিন টেন্ডুলকার (৩৪,৩৫৭), শ্রীলংকার কুমার সাঙ্গাকারা (২৭,৭৫৭) এবং অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (২৭,৩৬৮)।

বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 × one =