২৮ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘দামাল’

আগামী ২৮ অক্টোবর থেকে প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘দামাল’। দুই মাসের বিরতিতে আবারও পর্দায় ফিরছেন পরিচালক রায়হান রাফী। আর এতে তার সঙ্গী হিসেবে থাকছেন ঈদে মুক্তি পাওয়া ‘পরাণ’ জুটি বিদ্যা সিনহা মিম ও শরিফুল রাজ। নতুন ছবিতে মিম-রাজ ছাড়াও আছেন আরও বেশ কয়েকজন তারকা। এদের মধ্যে অন্যতম সিয়াম আহমেদ। আছেন সুমিত, রাশেদ অপু, সাঈদ বাবু, শাহনাজ সুমি, বৃষ্টি, অথৈ, পূজা প্রমুখ।

নির্মাতা জানান, ‘এই অক্টোবরে ছবিটি আসবে- এটা অনেক আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলাম। তবে তারিখটা নির্ধারিত ছিল না। মাত্রই এটি চূড়ান্ত হয়েছে। ২৮ অক্টোবর সারাদেশে মুক্তি পাবে ছবিটি।’

রায়হান রাফী আরও বলেন , ‘‘এটি আমার একটি স্বপ্নের প্রকল্প। কারণ এটি মহান মুক্তিযুদ্ধ নিয়ে। আমার মনে হয় মুক্তিযুদ্ধকে নিয়ে আগে এভাবে কাজ হয়নি। আশা করি, ‘পরাণ’ যারা দেখেছেন তারা আরও বড় চমক পাবেন এতে।’’

স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে ‘দামাল’র কাহিনি। সিনেমাটি শিশু সাহিত্যিক ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের গল্প থেকে যৌথভাবে এর চিত্রনাট্য করেছেন রায়হান রাফী ও নাজিম উদ দৌলা।

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 × 4 =