৩১ ডিসেম্বর ঢাকা মেট্রোরেলের সব স্টেশন চালু হচ্ছে

আগামী ৩১ ডিসেম্বর থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের সবগুলো স্টেশনে মেট্রো ট্রেন থামবে। তবে এখনই সময়সূচির কোনও পরিবর্তন আসবে না। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর ইস্কাটনে ঢাকা মাস ট্রানজিট কোম্পানির লিমিটেডের অফিসে এই ঘোষণা দেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের মোট ১৬টি স্টেশন রয়েছে। এর মধ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে। আর উত্তরা থেকে আগারগাঁও অংশ পর্যন্ত সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলাচল করছে।

স্টেশন দুটি খুলে দেওয়ার দিন রাতে অর্থাৎ ‘থার্টিফাস্ট নাইটে’ মেট্রোরেল সংলগ্ন এক কিলোমিটারের মধ্যে ফানুস না উড়ানোর আহ্বান জানান এম এ এন ছিদ্দিক। এজন্য ঢাকা মহানগর পুলিশের কাছে বৃহস্পতিবারে ডিএমটিসিএল এর পক্ষ থেকে চিঠিও দেওয়া হয়েছে বলে জানান তিনি।

২০২২ সালে থার্টি ফার্স্টের রাতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে নগরীজুড়ে পটকা ফোটানো ও আতশ পোড়ানো হয়। বিভিন্ন স্থানে ফানুস ওড়ানোর সময় আগুন লাগার খবর আসে। ফানুসের আগুনে নতুন বছরের তিন দিন আগেই চালু মেট্রোরেলের তারও ক্ষতিগ্রস্ত হয়। এতে সকাল বেলায় মেট্রো চালু হতে দুই ঘণ্টা বিলম্ব হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 × 4 =