৩৬৯ রানে অলআউট বাংলাদেশ, মুশফিকের সেঞ্চুরি

মুশফিকুর রহিমের সেঞ্চুরি ও অধিনায়ক সাকিব আল হাসানের হাফ-সেঞ্চুরিতে ঢাকা টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৩৬৯ রান করেছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ইনিংসে ২১৪ রান করেছিলো আয়ারল্যান্ড। ফলে প্রথম ইনিংস থেকে ১৫৫ রানের লিড পায় বাংলাদেশ।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয় দিন বাংলাদেশের ইনিংসে সেঞ্চুরি করেন মুশফিক। ১৬৬ বল খেলে ১৫টি চার ও ১টি ছক্কায় ১২৬ রান করেন মুশি।

১৪টি চারে ৯৪ বলে ৮৭ রান করেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এছাড়া মেহেদি হাসান মিরাজ ৫৫ ও লিটন দাস ৪৩ রান করেন।

আয়ারল্যান্ডের অফ-স্পিনার অ্যান্ডি ম্যাকব্রিন ১১৮ রানে ৬ উইকেট নেন।

বাসস

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

18 + 13 =