৩৭ জেলায় নতুন করোনা রোগী নেই

দেশের ৩৭ জেলায় গত এক দিনে নতুন কারও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর আসেনি; পাঁচ বিভাগে কারও মৃত্যুও হয়নি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও ২১১ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে আরও ৬ জনের। এর মধ্যে রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনাভাইরাস আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ১৭ হাজার ২২৬টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ৩ লাখ ৪৯ হাজার ৮৭০টি নমুনা। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১ দশমিক ২২ শতাংশ, যা গত বছরের ৩১ মার্চের পর সবচেয়ে কম। নেদিন শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৭৫ শতাংশ।

গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে ৩ জন ঢাকা বিভাগের, ২ জন চট্টগ্রাম বিভাগের এবং ১ জন খুলনা বিভাগের বাসিন্দা ছিলেন।

নতুন শনাক্তদের মধ্যে ১৪৪ জনই ঢাকা জেলার, যা সারা দেশের মোট শনাক্তের দুই তৃতীয়াংশের বেশি। আর যারা মারা গেছেন, তাদের অর্ধেক অর্থাৎ তিনজন ঢাকা জেলার বাসিন্দা ছিলেন।

বিডিনিউজ

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twelve − nine =