৫৮০ কোটি টাকা থাকলেও ভাড়া বাড়িতে থাকেন অনুপম খের

জানা যায়, প্রায় ৫৮০ কোটি টাকার মালিক অনুপম। তবুও নিজের নামে কোনো বাড়ি নেই অনুপম খেরের। তবে খ্যাতির শীর্ষে থাকা সত্ত্বেও অতি সাধারণ জীবনযাপন করছেন অনুপম খের। এমনকি নিজের নামে একটি বাড়িও কেনেনি এই অভিনেতা।

ব্যাক্তিগত ও অভিনয় জীবন মিলে মুম্বাইয়ে টানা ৪০ বছর কাটিয়েও নিজের নামে একটি বাড়িও কেনেননি অনুপম খের। কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেতা? দীর্ঘ দিনের এই প্রশ্নের উত্তর নিজেই দিয়েছেন তিনি।

অনুপম বলেন, ‘তিনি চাইলেই একাধিক বাড়ি কিনতে পারতেন। কিন্তু শুরু থেকেই তিনি ঠিক করে নেন যাই হোক বাড়ি কেনার পথে হাঁটবেন না।’ তার মতে, ‘আমি প্রথম থেকেই ভেবেছিলাম, বাড়ি কিনব না। টাকা দিয়ে বাড়ি কেনা আমার কাছে বুদ্ধিমানের কাজ মনে হয় না। যেই টাকা দিয়ে বাড়ি কিনব সেটা ব্যাংকে জমিয়ে মানুষের কল্যাণে ব্যয় করাই বেশি অর্থবহ আমার কাছে।’

নিজের জন্য কোনও বাড়ি না কিনলেও মায়ের ইচ্ছেকে গুরুত্ব দিতে ভোলেননি অনুপম। শিমলাতে মায়ের জন্য কিনে দিয়েছেন আটটি ঘর বিশিষ্ট একটি বড় বাড়ি। অভিনেতা জানান, ‘তার মা সারা জীবন ভাড়া বাড়িতেই থেকেছেন। বিয়ের পর থেকে নিজের একটা বাড়ির স্বপ্ন দেখতেন তিনি। তাই মায়ের স্বপ্ন পূরণ করেন অনুপম খের। বর্তমানে তার মা শিমলাতেই থাকেন।’=

অন্যদিকে, অনুপম খের ও কিরণ খেরের সংসার মুম্বাইয়ে। তাদের নিজেদের কোনো সন্তান নেই। তবে কিরণের প্রথম ঘরের সন্তানকেই নিজের সন্তানের মতো করে মানুষ করেছেন অনুপম। উল্লেখ্য, কিরণ খেরের নিজস্ব একটি বাড়ি রয়েছে পাঞ্জাবে।

প্রায় চার দশক ধরে বলিউডে পাঁচ শতাধিক ছবিতে অভিনয় করেন অনুপম খের। দীর্ঘ ক্যারিয়ারে ইন্ড্রাস্টিকে অসংখ্য হিট মুভি উপহার দিয়েছেন তিনি। এই সাফল্যের মাঝেও অনুপম খের কোটি টাকার মালিক হয়েও বাড়ি না কিনে এক অনন্য নজির স্থাপন করলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

4 − 4 =