৭৭তম কান চলচ্চিত্র উৎসব: উদ্বোধন করবেন মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম

কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসর উদ্বোধন করবেন অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী মেরিল স্ট্রিপ। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন তিনি। ফ্রান্সের কানের পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ১৪ মে এই আয়োজনে সম্মানসূচক স্বর্ণপাম দেওয়া হবে তাঁকে।

জিন মোরেউ, মার্কো বেলোচিও, ক্যাথরিন ডেনিউভ, জ্য-পিয়েরে লিউড, জেন ফন্ডা, অ্যাগনেস ভার্দা, ফরেস্ট হুইটেকার ও জোডি ফস্টারের পর কান উৎসবে পাম ডি’অর সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন মেরিল স্ট্রিপ। এবারের আসরের মাধ্যমে দীর্ঘ ৩৫ বছর পর কান চলচ্চিত্র উৎসবের আঙিনায় পা রাখবেন অভিনেত্রী। এর আগে ১৯৮৯ সালে উৎসবটির ৪২তম আসরে ‘এভিল অ্যাঞ্জেলস’ সিনেমা নিয়ে গিয়েছিলেন মেরিল স্ট্রিপ। সেবার সেরা অভিনেত্রীর পুরস্কারও জেতেন।

মেরিল স্ট্রিপ এক বিবৃতিতে বলেন, ‘এমন মর্যাদাপূর্ণ উৎসবে পুরস্কার পাচ্ছি জেনে অত্যন্ত সম্মানিত বোধ করছি। কানে পুরস্কার পাওয়া যেকোনো শিল্পীর জন্যই সর্বোচ্চ অর্জন। যাঁরা আগে এই পুরস্কারে সম্মানিত হয়েছেন, তাঁদের কাতারে দাঁড়াতে পারা রোমাঞ্চকর ব্যাপার। সবাইকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে ফ্রান্সে যাওয়ার অপেক্ষায় আছি।’

কান উৎসবের সভাপতি ইরিস নোব্লোক ও উৎসব পরিচালক থিয়েরি ফ্রেমোঁ এক বিবৃতিতে বলেন, ‘প্রায় ৫০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে অনেক মাস্টারপিস সিনেমা উপহার দিয়েছেন মেরিল স্ট্রিপ। এবারের আসরে তাঁকে পেয়ে আমরা আনন্দিত।’

এবারের উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগের প্রধান বিচারক হিসেবে থাকছেন ‘বার্বি’খ্যাত নির্মাতা ও অভিনেত্রী গ্রেটা গারউইগ। ২০১৯ সালে গ্রেটার পরিচালনায় ‘লিটল উইমেন’ সিনেমায় অভিনয় করেছিলেন মেরিল স্ট্রিপ। উদ্বোধনী মঞ্চে এই দুই খ্যাতিমান নারীকে একসঙ্গে দেখা যাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three + thirteen =