৯ বছর পর শ্রীলংকাকে হারালো বাংলাদেশ নারী দল

নিগার সুলতানার অধিনায়কোচিত ইনিংসের সুবাদে জয় দিয়ে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে  বাংলাদেশ নারী দল। আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ ৬ উইকেটে হারিয়েছে শ্রীলংকাকে। ৯ বছর পর টি-টোয়েন্টিতে শ্রীলংকাকে হারালো বাংলাদেশ। এর আগে ২০১৪ সালের এপ্রিলে সর্বশেষ শ্রীলংকাকে হারিয়েছিলো বাংলাদেশ। আজকের  ম্যাচে ৫১ বলে ৭৫ রানের অনবদ্য ইনিংস খেলেন বাংলাদেশের নিগার।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে শ্রীলংকা। বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৫ রান করে লংকানরা। দলের পক্ষে হর্ষিতা সামারাবিক্রমা ৪৫, অধিনায়ক চামারি আতাপাত্তু ৩৮ ও নিলাক্ষী ডি সিলভা অপরাজিত ২৯ রান করেন।

বাংলাদেশের ফাহিমা খাতুন ২টি এবং ফারিহা তৃৃষ্ণা, সুলতানা খাতুন, নাহিদা আক্তার এবং রাবেয়া খান ১টি করে উইকেট নেন। ১৪৬ রানের জবাবে ২৩ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। শামিমা সুলতানা ৫ ও রুবিয়া হায়দার ৯ রানে ফিরেন।

তৃতীয় উইকেটে ৫১ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামলে উঠেন বাংলাদেশের সোবহানা মোস্তারি ও অধিনায়ক নিগার। জুটিতে ১৭ রান অবদান রেখে ফিরেন মোস্তারি। দলীয় ৭৪ রানে মোস্তারির আউটের পর ক্রিজে নিগারের সঙ্গী হন রিতু মনি। শ্রীলংকার বোলারদের দারুণভাবে সামলে বাংলাদেশের জয়ের আশা ধরে রাখেন তারা। শেষ ৩ ওভারে ৭ উইকেট হাতে নিয়ে ৩৫ রান দরকার পড়ে বাংলাদেশের। ১৯তম ওভারে ১৭ রান তুলেন নিগার ও রিতু। এতে শেষ ওভারে জয়ের সমীকরন দাঁড়ায় ৮ রান।

শেষ ওভারের প্রথম বলে চার মারেন রিতু। পরের দুই বলে ৩ রান নিয়ে স্কোর সমান-সমান করেন রিতু ও নিগার। চতুর্থ বলে রান আউট হন রিতু। পঞ্চম বলে ১ রান নিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন নিগার। টি-টোয়েন্টিতে নয় ম্যাচ পর জয় পেল বাংলাদেশ। সর্বশেষ ২০২২ সালের অক্টোবরে টি-টোয়েন্টি ম্যাচ জিতেছিলো তারা।

৪টি চারে ২৩ বলে ৩৩ রান করেন রিতু। টি-টোয়েন্টিতে পঞ্চম হাফ-সেঞ্চুরির ইনিংসে ৫১ বল খেলে ৭টি চার ও ২টি ছক্কায় ৭৫ রানে অপরাজিত থাকেন নিগার।

সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামী ১১ মে একই ভেন্যুতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল।

বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two × two =