‌মানব কল্যাণে বিরাট-আনুশকার সেবা

আনুশকা শর্মা ও বিরাট কোহলি বুধবার (২২ মার্চ) তাদের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানটি শুরুর ঘোষণা দিয়েছেন। ভারতীয় সিনেমা ও ক্রিকেটের তারকা দম্পতির নতুন উদ্যোগের নাম ‌‘সেবা’। এর মাধ্যমে তারা যাদের প্রয়োজন তাদের সাহায্য দেবেন এবং এতে নির্দিষ্ট কোনো বিষয়ে সীমাবদ্ধ থাকবেন না। বিশ্ব জুড়েই অভিয়ন ও ক্রীড়া জগতের মানুষরা মানবতার কল্যানে নানামুকী কাজে যুক্ত আছেন। সেবাও হবে এমন এক উদ্যোগ।

 

তারা বলেছেন, কাহলিল জিবরানের যারা তোমাকে একজন দাতা হিসেবে স্বপ্ন দেখেছে তাদের একজন চাক্ষুস হওয়ার জন্য আমরা ‘সেবা’তে একত্রে কাজের সংকল্প গ্রহণ করেছি যাতে যত বেশি সম্ভব লোকের কাছে পৌঁছাতে পারি। সমাজের ভালোর জন্য কাজ করবে ‘সেবা’। আমাদের স্লোগান হলো- ‘আজকের সময়ে যাদের প্রয়োজন তাদের জন্য মানবতা’।

 

এর আগে আনুশকা নিজের নামে ‘আনুশকা শর্মা ফাউন্ডেশন’ এবং বিরাট কোহলি তার নামে ‘বিরাট কোহলি ফাউন্ডেশন’ পরিচালনা করতেন। তবে এখন থেকে তারা সেবার মাধ্যমেই তাদের দাতব্য কাজগুলো করবেন।

 

তবে ভারতের এই ৩৪ বছর বয়সী ক্রিকেটার খেলা চালিয়ে যাবেন এবং তার স্ত্রী তাদের এই ফাউন্ডেশনের মাধ্যমে আগের বছরগুলোর মতো প্রাণিহিতৈষী কাজগুলো করে যাবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

10 + three =