মা দিবস উপলক্ষে ১৯ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। কিন্তু মুক্তির তারিখ নির্ধারণ হলেও মিলছে না হল। এ প্রসঙ্গে জানতে চাইলে অরণ্য আনোয়ার বলেন, ‘আমরা ১৯ মে সিনেমাটা মুক্তি দিতে যাচ্ছি, কিন্তু দুঃখের বিষয় হল মিলছে না। আমরা সিনেমার কোনো সিডিউল পাচ্ছি না। যে সিনেমাটা কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছে তার এ করুণ অবস্থা।’
নির্মাতা অরণ্য আনোয়ার পরিচালিত প্রথম সিনেমা ‘মা’। একজন মায়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পরীমণি। মুক্তির আগে পহেলা বৈশাখ থেকে ঈদুল ফিতর উৎসব পর্যন্ত চলেছে সিনেমাটির বর্ণিল প্রচারণা। প্রকাশ হয়েছে পোস্টার, ট্রেলার, গান ও বিহাইন্ড দ্য স্টোরি।
তবে প্রচারণার এসব নিয়মিত অনুষঙ্গ ছাপিয়ে ৪ মে সকালে জাতীয় জাদুঘরের সামনে শুভ বুদ্ধপূর্ণিমা জাতীয় সম্মিলিত শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসবে অংশ নিয়ে ‘মা’ ধ্বনিতে মুখর করেন সিনেমাটির নির্মাতা, প্রযোজক, কুশলী ও শুভাকাঙ্ক্ষীরা। সিনেমাটির পোস্টার ব্যানার হাতে অংশ নেন কলাকুশলীরা। কোনো সিনেমাকে ঘিরে জাতীয় উৎসব আয়োজনে এমন চিত্র আগে কখনো দেখা যায়নি।
অরণ্য আনোয়ার তার আসন্ন সিনেমাটির প্রচারণা ও হল পাওয়া নিয়ে বলেন, ‘যেহেতু মা কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছে, তাই রাত জেগে আমাকে কাজ করতে হচ্ছে। এরপর আমরা সিনেমাটার প্রচারণার কাজ করছি। একটা সিনেমা নির্মাণে যে খরচ তার থেকে বেশি শ্রম দিচ্ছি আমরা প্রচারণায় আর ফল হচ্ছে আমাদের শো দিচ্ছে না হল কর্তৃপক্ষ। আমাদের সিনেমা দেশ প্রেমের সিনেমা। এটা কানে যাচ্ছে অথচ বাংলাদেশের সিনেপ্লেক্সগুলো আমাদের পাত্তাই দিচ্ছে না। এ নিয়ে আমার বলার কিছু নেই, ভাষা হারিয়ে ফেলেছি। দেখা যাক কী হয় শেষ পর্যন্ত।’