রিচার্লিসনের গোলটি বিশ্বকাপের সেরা

কাতার বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে  প্রথম ম্যাচে ব্রাজিলের তারকা স্ট্রাইকার রিচার্লিসনের সিজার কিক এবারের আসরের সেরা গোল হিসেবে নির্বাচিত হয়েছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে। পাঁচবারের চ্যাম্পিয়নদের ২-০ গোলের জয়ের ম্যাচটিতে দুটি গোলই করেছিলেন রিচার্লিসন। এর মধ্যে ৭৩ মিনিটে দ্বিতীয়টি হয়েছে অসধারণ ভঙ্গিমার সিজার কিকের সাহায্যে।

২৫ বছর বয়সী রিচার্লিসন প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারে খেলেন। ৬২ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের শট রুখে দেন সার্বিয়ান গোলরক্ষক ভানিয়া মিলিনকোভিচ। কিন্তু ফিরতি বল জালে পাঠয়ে ডেডলক ভাঙ্গেন রিচার্লিসন। এবারই প্রথম বিশ্বকাপের খেলার সুযোগ পেলেন রিচার্লিসন। ডেডলক ভাঙ্গার ১১ মিনিট পর তিনি ব্যবধান দ্বিগুন করেছেন। বামদিক থেকে ভিনিসিয়াসের বক্সের ভিতর বাড়ানো পাসে বাম পা দিয়ে রিসিভ করে ঘুরে গিয়ে ডান পা দিয়ে জোড়ালো ভলিতে বল জালে জড়ান রিচার্লিসন।

কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে পেনাল্টিতে ৪-২ গোলে পরাজিত হয়ে বিদায় নেয় সেলেসাওরা। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল।

বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

14 − fourteen =