সিজেএফবি’র সেরা অ্যাওয়ার্ড পেল টিএম রেকর্ডস ও কণ্ঠশিল্পী ঐশী

কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) আয়োজিত ‘২১তম পারফরমেন্স অ্যাওয়ার্ড ’ এ বর্ষসেরা মিউজিক লেবেল ও সেরা কণ্ঠশিল্পী ক্যাটগরিতে দুটি পুরস্কার ঘরে তুললো টিএম রেকর্ডস। আসরে সেরা কণ্ঠশিল্পী হিসেবে টিএম রেকর্ডসের বহুল জনপ্রিয় গান ‘দুষ্টু পোলাপাইন’-এর জন্য সেরা গায়িকার পুরস্কার পান জান্নাতুল ফেরদৌস ঐশী।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় দেশের বিনোদন জগতের অন্যতম এ পুরস্কার প্রদান আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগীত, টেলিভিশন, ওটিটি প্লাটফর্ম ও চলচ্চিত্রের নানা ক্যাটগরিতে ‘অ্যাওয়ার্ড’ প্রাপ্তদের হাতে পুরস্কারের স্মারক তুলে দেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “একটি পুরস্কার একজন শিল্পীর জীবন বদলে দিতে পারে। শিল্প-সংস্কৃতির লালন-পালন ও পৃষ্ঠপোষকতায় পুরস্কার একটি বড় ভূমিকা রাখে, উৎসাহ যোগায়। সংস্কৃতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন সিজেএফবি দুই দশক ধরে এ বিষয়ে ভূমিকা রাখছে এ জন্য তাদেরকে এবং তাদের পৃষ্ঠপোষকদেরও ধন্যবাদ জানাই।”

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় সংগীতশিল্পী ঐশী বলেন, “আমি অত্যন্ত আনন্দিত সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডে আমি ও আমার প্রিয় মিউজিক লেবেল টিএম রেকর্ডস সেরা হয়েছি। ধন্যবাদ আমার শ্রোতাদের যারা সারাজীবন আমাকে অসামান্যভাবে সমর্থন করেছেন। কৌশিক হোসেন তাপস ভাইয়া এবং ফারজানা মুন্নি ভাবির প্রতি আমার ভালবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য কোন শব্দই যথেষ্ট নয়। তারা আমাকে সেই ঐশী হওয়ার সুযোগ করে দিয়েছেন যা আমি সবসময় স্বপ্ন দেখেছি। ইনশাআল্লাহ আমি এবং আমাদের টিএম রেকর্ড একদিন বিশ্ব জয় করব!”

অনুষ্ঠানে টিএম রেকর্ডসের পক্ষ থেকে বর্ষসেরা মিউজিক লেবেলের পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানের মুখপাত্র সৈয়দ নাবিল আশরাফ। কৌশিক হোসেন তাপসের কথা সুর ও সংগীতায়োজনে টিএম রেকর্ডস এর আইটেম ঘরানার গান ‘দুষ্টু পোলাপাইন’ এখন তারুণ্যের মুখে মুখে। এ গানের মিউজিক ভিডিওতে দর্শক পেয়েছিলেন বলিউডের সুপারস্টার সানি লিওনকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

8 − 8 =