সংবাদ উপস্থাপক শামীমা নাসরীন মারা গেছেন

স্বাধীনতা উত্তর বাংলাদেশের ইলেকট্রনিক গণমাধ্যম বেতার ও টেলিভিশন জগতের অন্যতম সংবাদ উপস্থাপক শামীমা নাসরীন মারা গেছেন। শুক্রবার সন্ধ্যা ৭টায় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ১৯৭০ থেকে ১৯৯০ দশক পর্যন্ত বেতার ও টেলিভিশনের সুপরিচিত কণ্ঠ ও মুখ ছিলেন শামীমা নাসরীন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

শামীমা নাসরিন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট লেখক ও সাবেক সচিব আবদুশ শাকুরের মেয়ে। শামীমা নাসরিনের বোন শাকিলা ইয়াসমিন বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী। তার এক ভাই ইশতিয়াক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বিশেষজ্ঞ চিকিৎসক। তার আরেক ভাই ইমতিয়াজ যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বসবাস করেন। দেশের বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরার চাচাতো বোন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, শামীমা নাসরিনের জানাজা ও দাফনসহ অন্যান্য অনুষ্ঠানিকতা পরে জানানো হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × 4 =