আবারও ‘রক্তকরবী’ মঞ্চস্থ হচ্ছে

আবারও ‘রক্তকরবী’ মঞ্চস্থ করতে যাচ্ছে প্রাঙ্গণেমোর নাট্যদল। আগামী শনিবার সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটির প্রদর্শনী হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এ নাটকটি নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। এটি প্রাঙ্গণেমোরের চতুর্থ নাট্য প্রযোজনা।

রবীন্দ্রনাথ ঠাকুর ‘রক্তকরবী’ নাটকটি লিখেছেন প্রায় শতবর্ষ আগে। ২০২৩ সালের ২৬ এপ্রিল নাটকটির ১০০ বছর পূর্তি হবে। সেই উদযাপনের জন্য বছরব্যাপী পরিকল্পনা করেছে প্রাঙ্গণেমোর।

তারই ধারাবাহিকতায় গত অগাস্টে পুনরায় নাটকটির মঞ্চায়ন শুরু করে নাট্যদলটি। এর আগে মহামারী এবং অন্যান্য কারণে প্রায় তিন বছর নাটকটির প্রদর্শনী বন্ধ ছিল।

‘রক্তকরবী’ নাটকের নন্দিনী প্রেম ও সুন্দরের প্রতীক। আর রাজার আকুতি থাকে নন্দিনীকে বশ করে তার সৌন্দর্যে অবগাহন করার। কিন্তু নন্দিনী ভালোবাসে রঞ্জনকে, তাই রাজার মধ্যে প্রেম জাগিয়ে তোলে। তবে সে নিজে ধরা দেয় না। যক্ষপুরীতে রাজার শোষণ, অত্যাচার আর নিপীড়নের বিপরীতে নিজের প্রেমের মৃত্যু ঘটলেও সৌন্দর্য ও ভালোবাসার প্রতীক নন্দিনী মানবিকতার পক্ষে বিজয় ছিনিয়ে আনে।

এ নাটকে অভিনয় করেছেন নূনা আফরোজ, অনন্ত হীরা, রামিজ রাজু, আউয়াল রেজা, সাগর রায়, নিজাম লিটন, সবুক্তগীন শুভ, জুয়েল রানা, সুজয়, ঝুমুর, সুমন, বাঁধন সরকার, মাছুম, পার্থ ও রুমা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eighteen + 17 =