ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ(আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আসন্ন ১৬তম আসরে শেষ পর্যন্ত দল পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও লিটনন দাস। গতকালের নিলামে প্রথম দফায় অবিক্রিত থাকলেও দ্বিতীয় দফায় সাকিব-লিটন দু’জনকেই দলে নিয়েছে কোলকাতা নাইট রাইডার্স(কেকেআর)।
গতকাল কোচিতে অনুষ্ঠিত আইপিএলের নিলামে নিজেদের ভিত্তিমূল্যেই দল পেয়েছেন সাকিব ও লিটন। ১ কোটি ৫০ লাখ রুপিতে সাকিবকে এবং ৫০ লাখ রুপিতে লিটনকে দলে নিয়েছে কেকেআর।
১৯ ম্যাচে ১৪০ স্ট্রাইক রেটে চারটি হাফ সেঞ্চুরি করা লিটন দাসের দল পাওয়ার প্রবল সম্ভাবনা ছিলো। কিন্তু নিলামের প্রথম ডাকে লিটনকে নিয়ে কোন আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো।
একই ঘটনা ঘটেছে অলরাউন্ডার সাকিবের ক্ষেত্রেও। গত মৌসুমে অবিক্রিত ছিলেন সাকিব। বাংলাদেশের মধ্যে অপর দুই খেলোয়াড় তাসকিন আহমেদ ও আফিফ হোসেন নিলামে অবিক্রিত থেকেছন।
বাসস