ইন্তেখাব দিনারের জন্মদিন আজ

আজ ইন্তেখাব দিনারের জন্মদিন। ইন্তেখাব দিনার টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা।ব্যস্ত শহরে, ঠাস বুনোটের ভিড়ে, আজও কিছু মানুষ, স্বপ্ন খোঁজে ফিরে – একুশে টেলিভিশনে প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক নাটক বন্ধনের মাধ্যমে যিনি সারাদেশের মানুষের কাছে পরিচিত হয়ে উঠেন তিনি ইন্তেখাব দিনার। মঞ্চ নাটক থেকে তার উত্থান, টিভি নাটকে তিনি অত্যন্ত জনপ্রিয় অভিনেতা। টিভির পাশাপাশি বিভিন্ন সময়ে তিনি বেছে বেছে চলচ্চিত্রেও অভিনয় করেন। অভিনয়ের প্রতি ইন্তেখাব দিনারের আগ্রহ তৈরী হয় এইচএসসি পরীক্ষা দেয়ার পর। বন্ধুদের সাথে তিনি নাগরিকের একটি মঞ্চ নাটক দেখতে গিয়েছিলেন। নাটকটি তাকে বেশ প্রভাবিত করেছিল। এর পর তিনি আরও বেশ কিছু নাটক দেখেন এবং অনুভব করেন অভিনয়ের প্রতি তিনি আগ্রহ বোধ করছেন। এমন সময় নাগরিক নাট্য সম্প্রদায়ের একটি বিজ্ঞাপনে সাড়া দিয়ে তিনি আবেদন করেন। ইন্টারভিউতে কৃতকার্য হয়ে তিনি আরও বিশজনের সাথে নাগরিক নাট্য সম্প্রদায়ে যোগ দেন ১৯৯৫ সালে। ২০০১ সাল পর্যন্ত তিনি এই দলের সাথেই ছিলেন। নাগরিক নাট্য সম্প্রদায়ের হয়ে ইন্তেখাব দিনার নুরুল দীনের সারাজীবন, অচলায়তন, মৃত্যু সংবাদ, গ্যালিলীও, দেওয়ান গাজীর কিচ্ছা এবং শঙ্খচিল নাটকে অভিনয় করেন।

তিনি “নুরুল দিনের সারজীবন”, “ওচলাইতন”, “মৃত্যু সংবাদ”, “গ্যালিলিও”, “দেওয়ান গাজীর কিস্সা”, “শঙ্খ চিল” সহ একাধিক মঞ্চনাটকে অভিনয় করেছিলেন। দিনার সালাউদ্দিন লাভলু পরিচালিত “ঘোর” নাটকে অভিনয় করে টেলিভিশন নাটকে আত্মপ্রকাশ করেন। এছাড়াও তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। প্রথম অভিনয় করেন তৌকীর আহমেদের জয়যাত্রায়, এরপর বাদল রহমানের ছানা ও মুক্তিযুদ্ধ, বদরুল আনাম সৌদের খণ্ডগল্প ’৭১, তামিম নূরের ফিরে এসো বেহুলা’ ও মুরাদ পারভেজের বৃহন্নলা চলচ্চিত্রে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 × 3 =