আজ আরিফিন শুভর জন্মদিন

ঢাকাই চলচ্চিত্রের অন্যতম ব্যস্ত অভিনেতা আরিফিন শুভর জন্মদিন আজ। ১৯৮২ সালে আজকের এই দিনে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ডাকাতিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

২০০৫ সালে মডেলিং দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন তিনি। এর কয়েক বছর পর মোস্তফা সরোয়ার ফারুকীর ‘হ্যাঁ-না’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে তার।

এরপর ‘ইজ ইকুয়াল টু’ ধারাবাহিকে অভিনয় করে তার অবস্থান শক্ত করেন।

খিজির হায়াত খান পরিচালিত ‘জাগো’ চলচ্চিত্রের মাধ্যমে শুভর বড়পর্দায় অভিষেক হয় ২০১০ সালে। তিন বছর বিরতির পর চলচ্চিত্র পরিচালক শফি উদ্দিন শফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ চলচ্চিত্রে খলচরিত্রে অভিনয় করেন। এ চলচ্চিত্রে তার সহশিল্পী ছিলেন শাকিব খান ও জয়া আহসান।

এরপর ২০১৭ সালে দীপংকর দীপন পরিচালিত দেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান আরিফিন শুভ। সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত শুভর ‘মিশন এক্সট্রিম’ চলচ্চিত্রের দুই পর্ব মুক্তি পায়।

এই সিরিজের তৃতীয় কিস্তি ‘ব্ল্যাক ওয়ার’ – শুভ অভিনীত পুলিশের অভিযান নিয়ে অ্যাকশন থ্রিলার। সিনেমাটি মুক্তি পায় চলতি বছরের ১৭ই জানুয়ারি।

সম্প্রতি এক অনুষ্ঠানে এ অভিনেতা বলেন, আমাদের ছবির সঙ্গে কেজিএফ বা পুষ্পার তুলনা করবেন না। আমরা ক্যামেরার ছোট ক্রেন দিয়ে অ্যাকশন দৃশ্যের শুটিং করি। কিন্তু পার্শ্ববর্তী দেশে তিন-চার তলার সমান বিশাল ক্রেনের উপর ফ্রেম করে শুটিং করা হয়। সুতরাং আমাদের অনেক সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয়। আসুন সবাই মিলে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেয়ার চেষ্টা করি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

4 × 3 =