শুক্রবার থেকে শিল্পকলায় ১৫ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব

‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প সংস্কৃতি’ স্লোগানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে একযোগে ৬৪ জেলা শিল্পকলা একাডেমিসহ সারাদেশে ১৫ দিনব্যাপী ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব-২০২৩’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৭ ফেব্রুয়ারি (শুক্রবার) শুরু হয়ে এই আয়োজন চলবে ৩ মার্চ (শুক্রবার) পর্যন্ত।

এই আয়োজন উপলক্ষ্যে ১৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ভবনের সেমিনার কক্ষে বেলা ১২টায় এক মতবিনিময় সভা ও বেলা ৩টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আয়োজিত সংবাদ সম্মেলনে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে চলচ্চিত্রের নির্মাতা, প্রযোজক, শিল্পীকলাকুশলী এবং দেশের বরেণ্য চলচ্চিত্র নির্মাতা, সংগঠক, জুরি সদস্য, সিলেকশন কমিটির সদস্য এবং বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৭ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেল ৫টায় এই আয়োজনের উদ্বোধনি পর্বে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। সভাপতি হিসেবে থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে- সমকালীন চলচ্চিত্র, নারী নির্মাতাদের চলচ্চিত্র, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র, ধ্রুপদী চলচ্চিত্র এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত বা পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্রের মধ্য থেকে সিলেকশন কমিটি কর্তৃক বাছাইকৃত মোট ৩৬টি চলচ্চিত্র প্রদর্শনীর করা হচ্ছে এবারের চলচ্চিত্র উৎসবে, এর মধ্যে ২৩টি সমকালীন চলচ্চিত্র (২০১৮-২০২২ সাল) এবং ১৩টি অন্যান্য ক্যাটাগরির চলচ্চিত্র।

উল্লেখ্য, সমকালীন চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে- হাওয়া, কুড়া পক্ষীর শূন্যে উড়া, সাঁতাও, দামাল, কালবেলা, লাল মোরগের ঝুটি, উনপঞ্চাশ বাতাস, ফাগুন হাওয়ায়, পাপ পুণ্য, বিউটি সার্কাস, রাত জাগা ফুল, শিমু, চন্দ্রাবতী কথা, নোনা জলের কাব্য, মুজিব আমার পিতা, কমলা রকেট, ইতি তোমারই ঢাকা, গোর, মায়া: দ্য লস্ট মাদার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

six + six =