বিপিএলে চ্যাম্পিয়ন হয়ে ২ কোটি টাকা জিতলো কুমিল্লা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের নবম আসরের চ্যাম্পিয়ন দল হিসেবে  দুই কোটি টাকা  পুরস্কার পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ফাইনালে সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটে হারিয়ে রেকর্ড চতুর্থবারের মত শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রানার্স-আপ হবার সুবাদে ১ কোটি টাকা জিতেছে মাশরাফির সিলেট স্ট্রাইকার্স।

ফাইনালে ম্যাচ সেরার পুরস্কার হিসেবে পাঁচ লাখ টাকা  পেয়েছেন কুমিল্লার  ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটার জনসন চার্লস।  ম্যাচে ৫২ বলে ৭টি চার ও ৫টি ছক্কায় অপরাজিত ৭৯ রান করে ম্যাচ সেরা নির্বাচিত হন চার্লস।  টুর্নামেন্টে সর্বোচ্চ রান করেছেন সিলেট স্ট্রাইকার্সের ওপেনার নাজমুল হোসেন শান্ত। টুর্নামেন্ট-সেরার পুরস্কার হিসেবে ১০ লাখ এবং  সেরা ব্যাটার হিসেবেও পাঁচ লাখ টাকা পেয়েছেন শান্ত।

টুর্নামেন্টে সর্বোচ্চ ১৭টি করে উইকেট শিকার করেছেন চ্যাম্পিয়ন কুমিল্লার স্পিনার তানভীর ইসলাম ও রংপুর রাইডার্সের পেসার হাসান মাহমুদ। সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ায় দু’জনে যৌথভাবে  ৫ লাখ টাকা পুরস্কার  পেয়েছেন ।সেরা ফিল্ডারের পুরস্কার হিসেবে ৩ লাখ টাকা  পেয়েছেন  সিলেটের উইকেটরক্ষক মুশফিকুর রহিম। ১১টি ডিসমিসাল করেছেন মুশফিক।

বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

19 − 14 =