চলচ্চিত্র সংসদ আন্দোলনের ৬০ বছর পূর্তিতে বছরব্যাপী আয়োজন

বাংলাদেশে চলচ্চিত্র সংসদ আন্দোলনের ৬০ বছর এবং ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকায় চলচ্চিত্র উৎসবসহ বছরব্যাপী আয়োজন করতে যাচ্ছে সংগঠনটি।

আসছে ১৯ মার্চ বছরব্যাপী এ কর্মসূচির উদ্বোধন হবে, সমাপনী হবে আগামী ২৮ অক্টোবর। এ আয়োজন বাস্তবায়নের জন্য ৪১ সদস্যের একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে৷ মঙ্গলবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তথ্য তুলে ধরেন আয়োজকরা।

উৎসব কমিটির আহ্বায়ক চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, উপদেষ্টা কমিটির সদস্য মসিউদ্দিন শাকের, কাইজার চৌধুরী, হাশেম সুফী, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি লাইনুন নাহার সেমী ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মামুন উপস্থিত ছিলেন সেখানে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯ মার্চ সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, শিল্পী মুস্তাফা মনোয়ার এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

উদ্বোধনী অনুষ্ঠানে দেশের চলচ্চিত্র সংস্কৃতির উৎকর্ষ অর্জনে বিশেষ অবদানের জন্য শতাধিক চলচ্চিত্র সংসদের মধ্য থেকে নির্বাচিত চলচ্চিত্র সংসদগুলোকে ‘ছয় দশকের সেরা চলচ্চিত্র সংসদ সম্মাননা’ দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দেখানো হবে নুরুল আলম আতিক পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘লাল মোরগের ঝুঁটি’।

চলচ্চিত্র সংসদ আন্দোলনের ৬০ বছর পূর্তিতে বছরব্যাপী আয়োজন

বছরজুড়ে আয়োজনের অংশ হিসেবে ৮ থেকে ১৭ জুন চলচ্চিত্র সংসদকর্মীদের নির্মিত চলচ্চিত্রের উৎসব হবে এবং সেপ্টেম্বরে বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলন বিষয়ক একটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হবে।

১৯৭১ সালের ২৬ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত বাংলাদেশে নির্মিত কাহিনী-চলচ্চিত্র, প্রামাণ্য-চলচ্চিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র– এই তিনটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ চলচ্চিত্র বাছাই ও নির্বাচন করা হবে। প্রতিটি বিভাগে সর্বোচ্চ ১০টি করে চলচ্চিত্রকে বাছাই ও নির্বাচিত করে ‘বাংলাদেশের ৫০ বছরের শ্রেষ্ঠ চলচ্চিত্র’ সম্মাননা দেওয়া হবে।

তিনটি বিভাগে নির্বাচিত সর্বোচ্চ ৩০টি চলচ্চিত্র নিয়ে হবে ‘বাংলাদেশের ৫০ বছরের শ্রেষ্ঠ নির্বাচিত চলচ্চিত্র উৎসব’। এই উৎসব হবে আগামী ১৮ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত। উৎসব হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে।

এছাড়া চলচ্চিত্র সংসদ আন্দোলন বিষয়ক ধারণা দিতে দেশের ১০ জেলায় চলচ্চিত্র শিক্ষাবিষয়ক কর্মশালার আয়োজন করবে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ। কর্মশালাগুলো হবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর, রংপুর, খুলনা, কুষ্টিয়া ও রাঙামাটিতে।

চলচ্চিত্র সংসদ আন্দোলনের ৬০ বছর ও ফেডারেশনের ৫০ বছর উপলক্ষে চলচ্চিত্র সংসদ আন্দোলন বিষয়ক একটি প্রামাণ্যচিত্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রামাণ্যচিত্র নির্মাণ করছেন চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্র সংসদকর্মী অদ্রি হৃদয়েশ।

চলচ্চিত্র সংসদ আন্দোলনের ৬০ বছর ও ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উৎসবের সমাপনী অনুষ্ঠান হবে আগামী ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে।

বিডিনিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

thirteen + 9 =