আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজারের ক্লাবে তামিম

মার্ক অ্যাডায়ারের করা নবম ওভারে দ্বিতীয় বলে দুই রান নেন তামিম ইকবাল। আর তাতেই প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ১৫ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন ওয়ানডে অধিনায়ক। এই ম্যাচে খেলতে নামার যে কীর্তি থেকে তিনি ছিলেন মাত্র ১৪ রান দূরে।

বাংলাদেশের জার্সি গায়ে তিন সংস্করণ মিলিয়ে ৩৮৩ ম্যাচে ৪৪৪ ইনিংস ব্যাটিং করেছেন তামিম। এর মধ্যে দেশের হয়ে করেছেন ১৪ হাজার ৯৫২ রান। বিশ্ব একাদশের হয়ে ৪ ম্যাচে তার সংগ্রহ ৫৭ রান। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যানের ১৪ হাজার রানও নেই। ১৩ হাজার পেরিয়েছেন মুশফিকুর রহিম (১৩ হাজার ৭৬৬) ও সাকিব আল হাসান (১৩ হাজার ৭১৭)।

এখন পর্যন্ত ২৫টি সেঞ্চুরি করেছেন তামিম। এটিও বাংলাদেশের সর্বোচ্চ। দশের বেশি সেঞ্চুরি আছে মুশফিক (১৭), সাকিব (১৪) ও মুমিনুল হকের (১১)। বাংলাদেশের প্রথম হলেও বিশ্ব ক্রিকেটে ১৫ হাজার রান করা ৪০তম ব্যাটসম্যান তামিম। সবচেয়ে বেশি ৩৪ হাজার ৩৫৭ রান ভারতীয় কিংবদন্তি শচিন টেন্ডুলকারের।

দেশ রূপান্তর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eighteen + 3 =