বঙ্গবাজারে ‘পোড়া’ লুঙ্গি তাহসান কিনলেন এক লাখ টাকায়

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াচ্ছেন সামর্থ্যবান মানবিক মানুষ ও বিভিন্ন দাতব্য সংস্থা। তাদের সঙ্গী হলেন দেশের সংগীত তারকা ও অভিনেতা তাহসান খান। বঙ্গবাজারে পুড়ে যাওয়া একটি লুঙ্গি কিনেছেন তিনি। তবে স্বাভাবিক দামে নয়, এক লাখ টাকায়! জানা গেলো, এই টাকা যাবে ক্ষতিগ্রস্ত দোকানিদের সহায়তায়।

অভিনব এই সহযোগিতার পন্থা তৈরি করেছে দাতব্য সংস্থা বিদ্যানন্দ। তারা বঙ্গবাজারে পুড়ে যাওয়া, ক্ষতিগ্রস্ত হওয়া কাপড়গুলো কিনে নিচ্ছেন। এরপর সেগুলো সংস্কার করে বিক্রি করবেন মানুষের কাছে। এর মাধ্যমে প্রাপ্ত অর্থগুলো দেওয়া হবে বঙ্গবাজারের দোকানিদের।

বিদ্যানন্দের কাছ থেকে তেমনই একটা ‘পোড়া’ লুঙ্গি কিনেছেন তাহসান। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে ছবিসমেত তথ্যটি জানানো হয়েছে। তাতে দেখা যায়, বিদ্যানন্দের এক প্রতিনিধির কাছ থেকে লুঙ্গি গ্রহণ করছেন তাহসান। আরেকটি ছবিতে চেকে স্বাক্ষর করছেন গায়ক।

ছবির সঙ্গে প্রতিষ্ঠানটির বার্তা, ‘লুঙ্গির দাম এক লাখ টাকা! জনপ্রিয় শিল্পী তাহসান বঙ্গবাজারের পোড়া লুঙ্গির একটা কিনে নিয়েছেন এক লাখ টাকায়! যে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে। অনেক তারকা ব্যক্তিত্বের অনুরোধ আসছে বিদ্যানন্দে। সবাই সংগ্রহে রাখতে চান কিছু কাপড়।’

তাহসানের এই মানবিক কাজে মুগ্ধতা জানাচ্ছেন তার ভক্ত ও নেটিজেনরা। দেশ ও মানুষের সংকটে রাষ্ট্রের পাশাপাশি তারকাদেরও এগিয়ে আসা উচিত বলে মনে করছেন তারা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five + 20 =