আমির খানের ‘লাল সিং চাড্ডা’য় ডুয়ার্স কন্যা

গরুবাথান ব্লকের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম আহেলার মেয়ে সোনমরিকা তামাং। আমিরের নতুন ছবি ‘লাল সিং চাড্ডা’তে (Lal Singh Chaddha) অভিনয়ের সুযোগ পেলেন সোনমরিকা (Sonmarika Tamang)। এই খবর রটতেই একেবারে হইচই পড়ে গেল গোটা গ্রামে।

বৃহস্পতিবার এই খুশিতে সোনমরিকাকে এক অনুষ্ঠানে খাদা পড়িয়ে সন্মানিত করা হয়। স্থানীয় সমাজ কর্মী মহেশ্বর প্রধান জানান, ‘সোনমরিকা আমাদের এলাকার গর্ব। নিজের প্রতিভার জেরেই আমির খানের প্রোডাকশনে কাজ করার সুযোগ পেয়েছে। আমরা ওর সাফল্য কামনা করি।

সোনমরিকা জানান, ‘ছোটবেলা থেকে অভিনয় করার স্বপ্ন দেখতাম। সেই স্বপ্ন সফল হতে যাচ্ছে। নিজের অভিনয় মেলে ধরে আরও দূরে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আমির খানের সঙ্গে কাজ করাটা তো সত্যিই স্বপ্নের মতো! ‘

আমিরের লাল সিং চাড্ডা ছবির ঘোষণার পর থেকেই আলোচনায় বার বার উঠে এসেছিল। এই ছবির শুটিংয়ে কলকাতাতেও এসেছিলেন আমির খান। হাওড়া ব্রিজের উপর শুটিং করতেও দেখা গিয়েছিল তাকে। শুধু তাই নয়, এই ছবিতে আমির খান নিজের লুক নিয়েও নানারকম এক্সপেরিমেন্ট করেছেন।

হলিউড ক্লাসিকের রিমেক হলেও আদ্যোপান্ত ভারতের প্রেক্ষাপটে লেখা হয়েছে এই ছবির কাহিনি। ভারতের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা এবং পট পরিবর্তন ধরা দেবে এই ছবিতে। সূত্রের খবর, ‘লাল সিং চাড্ডা’য় উঠে আসবে ’৯২-এর বাবরি মসজিদ ধ্বংসের কাহিনির পাশাপাশি গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদির উত্থানের গল্প। নয়ের দশক থেকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তিত রূপের আদলেই সাজানো হয়েছে ছবির চিত্রনাট্য।

আনন্দবাজার

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 × one =