‘‌আদিম’-এর নতুন খবর দিলেন যুবরাজ শামীম

তরুণ চলচ্চিত্র নির্মাতা যুবরাজ শামীম। তার নির্মিত প্রথম সিনেমা ‘আদিম’। সিনেমাটির জন্য আন্তর্জাতিক মহলে সমাদৃত এ নির্মাতা। দেশে ফিরেই আদিম নির্মাতা নতুন খবর দিলেন। তিনি বলেন, ‘বুলগেরিয়ার ৩১তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল লাভ ইজ ফোলির ইন্টারন্যাশনাল কমপিটিশন বিভাগে আদিম মনোনীত হয়েছে। চলচ্চিত্র উৎসবটি ২৫ আগস্ট শুরু হবে। এবং উৎসবটির পর্দা নামবে ৩ সেপ্টেম্বর। উৎসব কর্তৃপক্ষের আমন্ত্রণে আমি উৎসবটিতে উপস্থিত থাকব। মস্কোর পর পরবর্তী সময়ে কোথাও আমি সে অর্থে আদিম সাবমিট করিনি। আমি মূলত সিনেমা রিলিজ প্রক্রিয়া নিয়েই ব্যস্ত থেকেছি। তবুও চলচ্চিত্র সার্কিটের বদৌলতে পৃথিবীর বিভিন্ন চলচ্চিত্র উৎসবে আদিমের যাত্রা অব্যাহত রয়েছে। আদিম কীভাবে এ চলচ্চিত্র সার্কিটে অন্তর্ভুক্ত হলো, এ নিয়ে শিগশিরই বিস্তর কথা হবে।’

সিনেমাটি আন্তর্জাতিক মহলে সাড়া ফেললেও এখনো মুক্তির অপেক্ষায় আছে দেশের প্রেক্ষাগৃহে। গত বছরের ডিসেম্বরে এটি বিনা কর্তনে সেন্সর সার্টিফিকেট পেয়েছে। ১২ মে বড় পর্দায় সিনেমাটি মুক্তির কথা ছিল। তবে প্রচারণার কারণে সিনেমাটির মুক্তি পিছিয়েছেন যুবরাজ শামীম। এ নিয়ে তিনি বলেন, ‘‌আমি দুদিন আগেই দেশে ফিরেছি। ১২ মে আদিম রিলিজ হওয়ার কথা ছিল। কিন্তু এত অল্প সময়ে সিনেমার প্রচারণা সম্ভব নয় ভেবে আমরা মুক্তির তারিখ পিছিয়েছি। দেশের মাটিতে এর মুক্তির তারিখ আমরা শিগগির জানিয়ে দেব। আমি আমার মতো করে সিনেমাটি নির্মাণ করেছি। দর্শক এটা দেখলে আমার অবশ্যই ভালো লাগবে। আমি খুব সহজ-সরলভাবে সিনেমাটা নির্মাণ করেছি, দর্শকের আগ্রহ থাকলে তারা হলে গিয়ে দেখবে।’

গত নভেম্বরে কুইন্স ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালের সেরা সিনেমার পুরস্কার জিতেছে আদিম। সর্বশেষ আদিম দিল্লির ‘হ্যাবিটেড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ প্রদর্শিত হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

six + 5 =