কিছুদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে কান চলচ্চিত্র উৎসব। চলবে ১৬-২৭ মে পর্যন্ত। কিন্তু এর মধ্যেই শুরু হয়েছে জটিলতা। হলিউডের চিত্রনাট্য লেখকদের ধর্মঘটের প্রভাব পড়ছে কানেও। গত মঙ্গলবার বিকালে প্রায় ১১ হাজার ৫০০ জন চিত্রনাট্য লেখক এ ধর্মঘট ডেকেছেন। এর নেতৃত্বে রয়েছে রাইটার্স গিল্ড অব আমেরিকার প্রতিনিধিত্বকারী ইউনিয়ন। বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন তারা। এভাবে চলতে থাকলে বড় বড় টেলিভিশন ও স্টুডিওর উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে। পাশাপাশি প্রভাবিত হচ্ছে চলচ্চিত্র উৎসবগুলোও।
কান উৎসবে শুধু চলচ্চিত্রই প্রদর্শন করা হয় না। এটি একটি সমৃদ্ধিশালী বাজার, যেখানে কোম্পানিগুলো চিত্রনাট্য ক্রয় করা থেকে শুরু করে সিনেমার বণ্টন ও বাণিজ্যের স্বার্থে সিনেমাগুলোকে একত্রিত করা হয়। ফিল্ম নেশনের দুটি চলচ্চিত্র কান উৎসবের জন্য প্রস্তুত। একটি জুড ল ও অ্যালিসিয়া ভিকান্দার অভিনীত ফায়ারব্র্যান্ড এবং অন্যটি শন পেইন-টাই শেরিডান অভিনীত ব্ল্যাক ফ্লাইস। প্রতিষ্ঠানটির প্রধান গ্লেন বেসনার বলেন, ‘ধর্মঘট চলছে অনেক দিন হয়েছে, সুতরাং কতটা গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে তা বলা মুশকিল। তাছাড়া যেসব চলচ্চিত্র চিত্রনাট্য লেখার পর্যায়ে বিক্রি হয়ে যায়, পরবর্তী সময়ে চিত্রনাট্য পরিচালনাকালে চিত্রনাট্যের পুনর্লিখনের প্রয়োজন হলে সেক্ষেত্রে বিশাল সমস্যা হবে, কারণ ধর্মঘট চলাকালে কেউই লিখবে না।’
ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞদের মতে, ধর্মঘটের ফলে তৈরি সিনেমা অথবা চিত্রনাট্যের মূল্য বেড়ে যেতে পারে। কারণ লেখকরা যতই আন্দোলন করুক না কেন, স্টুডিও ও প্রচারকারীদের সিনেমা মুক্তি দিতে হবে। ব্ল্যাক বিয়ার ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট জন ফ্রিডবার্গ বলেন, ‘নির্মাণে একটু বিলম্ব ঘটার ফলে কোম্পানিগুলো মরিয়া হয়ে ওঠে এবং বিষয়বস্তুতে কোনো ত্রুটি থাকলে সিনেমাগুলোর প্রতি তারা সমালোচনামুখর হয়ে ওঠে।’
সবকিছু পার করে প্রতি বছরের মতো এবারো ফ্রান্সের সাগরপাড়ের শহরে বসতে যাচ্ছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্রের আয়োজন হিসেবে পরিচিত কান চলচ্চিত্র উৎসব। এবারের আয়োজনে থাকছে বেশকিছু বাণিজ্যিক চলচ্চিত্র। এর মধ্যে আছে সিলভেস্টার স্ট্যালন অভিনীত ‘ক্লিফহ্যাঙ্গার’, টড হায়েনস পরিচালিত নাটালি পোর্টম্যান ও জুলিয়ানা মুর অভিনীত রোমান্টিক সিনেমা ‘মে ডিসেম্বর’।