দ্বিজেন্দ্রলাল রায়ের ১১০তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘ধনধান্য পুষ্পভরা’ অনুষ্ঠানে কবির ৫টি গান নিয়ে শ্রোতাদের সামনে আসছেন কণ্ঠশিল্পী অণিমা রায়। এতে ডি এল রায়ের ৫টি গান ও প্রাসঙ্গিক আলোচনা উপস্থাপনা দিয়ে সাজানো হয়েছে।
অণিমা রায়ের কণ্ঠে গানগুলো হলো– ঐ মহাসিন্ধুর ওপার থেকে, আমরা মলয় বাতাসে ভেসে যাবো, সে কেন দেখা দিলোরে, আয়রে বসন্ত ও তোর কিরণমাখা, ধনধান্য পুষ্পভরা।
আয়োজন প্রসঙ্গে কণ্ঠশিল্পী অণিমা রায় বলেন, ‘দেশমাতৃকার দৃশ্যকল্প ডি এল রায়ের গীতিকবিতায় বারবার অনবদ্য হয়ে উঠে এসেছে। আমাদের বঙ্গবন্ধুও তাঁর গানে মুগ্ধ হয়েছিলেন। বাংলা গানের এমন কবির মৃত্যুবার্ষিকীতে এই উদ্যোগ সত্যিই দারুণ।
এমনিতে আমার যে কোনো মঞ্চে পরিবেশনায় তাঁর গান গাওয়া হয় বা দর্শক-শ্রোতারও অনুরোধ থাকে। এমন বরেণ্য কবির মৃত্যুবার্ষিকীতে আমার গানের নিবেদন করতে পেরে ভালো লাগছে।’
দ্বিজেন্দ্রলাল রায়ের কথা ও সুরের এই কালজয়ী গানগুলোর সংগীতায়োজন করেছেন প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়। গানগুলো ঢাকার বিভিন্ন লোকেশনে চিত্রায়ণ হয়েছে। ভিডিও পরিচালনা করেছেন ইয়ামিন ইলান।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী সাদী মহম্মদ। অনুষ্ঠানটি চ্যানেল আইয়ে আজ রাত ১০টায় প্রচার হবে। এটি পরিচালনা করেছেন ইফতেখার মুনিম।
ইত্তেফাক অনলাইন