ঢাকায় গাইবে তালপাতার সেপাই

দুজন নিয়ে গানের দল। নামটাও বেশ অদ্ভুত—তালপাতার সেপাই। কলকাতার দুই সংগীতশিল্পী প্রীতম দাস ও সুমন ঘোষ অনেকটা খেলাচ্ছলেই তৈরি করেন গানের দলটি। প্রথমদিকে পুরোনো জনপ্রিয় গান কভার করলেও পরবর্তী সময়ে মৌলিক গানও প্রকাশ করেছেন তারা। ‘সোনার কাঠি’, ‘মশাদের চুমু’, ‘চাঁদের শহর’ কিংবা ‘আমি শুধু খুঁজেছি তোমায়’—গানগুলোয় তাদের সহজাত গায়কি আর প্রাণবন্ত উপস্থিতিতে বুঁদ হয়েছেন দর্শক। পশ্চিমবঙ্গ ছাপিয়ে তালপাতার সেপাইয়ের জনপ্রিয়তা তাই পৌঁছে গেছে বাংলাদেশেও।

এ দেশের শ্রোতাদের জন্য গতকাল খুশির খবর দিলেন তালপাতার সেপাইয়ের দুই সেপাই প্রীতম ও সুমন। জানালেন, গান গাইতে প্রথমবারের মতো ঢাকায় আসছেন তারা। এ নিয়ে উচ্ছ্বসিত এ  দুই শিল্পী। জানা গেছে, আগামী ১৫ জুন গুলশানের আলোকিতে আয়োজন করা হয়েছে ‘তালপাতার সেপাই লাইভ ইন ঢাকা’। কনসার্টটি আয়োজন করেছে ঢাকা ব্রডকাস্ট। প্রতিষ্ঠানটির সিইও রুদান আল আমিন জানিয়েছেন, কয়েক দিন আগে এই অনুষ্ঠানের ঘোষণা দেওয়ার পর থেকে বিপুল সাড়া পাচ্ছেন তারা। টিকিটের দাম ও কোথায় টিকিট পাওয়া যাবে, সেটা জানানো হবে কয়েক দিনের মধ্যেই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eight − 6 =