পাঠশালায় দুই দিনব্যাপী মৃণাল উৎসব

উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন শুরু হচ্ছে আজ শুক্রবার থেকে। পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের আয়োজনে হবে এই উদ্‌যাপন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাঠশালা ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষক ও চলচ্চিত্র নির্মাতা জানান, পান্থপথের দৃক পাঠ ভবনের দ্বিতীয় তলায় বিকেল ৫টায় দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মৃণাল সেনের নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী এবং তার বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে বিস্তৃত আলোচনার মাধ্যমে এই অনুষ্ঠানের কর্মসূচি সাজানো হয়েছে। একই সঙ্গে এই অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করবে ‘পাঠশালা ফিল্ম ক্লাব’। পাঠশালার ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে এই ফিল্ম ক্লাব গঠন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। যারা চলচ্চিত্র নির্মাণ, চলচ্চিত্র প্রদর্শনী ও উৎসব, চলচ্চিত্র ব্যক্তিত্বদের নিয়ে নানা ধরনের কর্মসূচির মাধ্যমে দেশীয় চলচ্চিত্রের উন্নয়নের লক্ষ্যে কাজ করবে।

অনুষ্ঠানের প্রথম দিনে মৃণাল সেনের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করবেন প্রখ্যাত চলচ্চিত্র সমালোচক ও লেখক মাহমুদুল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের অধ্যক্ষ খ ম হারুন এবং চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক এন রাশেদ চৌধুরীসহ অন্যরা আলোচনায় অংশগ্রহণ করবেন। এরপর সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে মৃণাল সেনের নির্মিত চলচ্চিত্র ‘ভুবন সোম’ (১৯৬৯)।

দ্বিতীয় দিনের অনুষ্ঠান শনিবার বেলা ১১টায় মৃণাল সেনের নির্মিত চলচ্চিত্র ‘পদাতিক’ (১৯৭৩) প্রদর্শনের মাধ্যমে শুরু হবে। দুপুর ১টায় পাঠশালা ফিল্ম ক্লাব গঠন করা হবে। দুপুর ৩টায় মৃণাল সেন ও তার চলচ্চিত্রের ওপর একটি মাস্টার ক্লাস নেবেন প্রখ্যাত চলচ্চিত্র সমালোচক ও শিক্ষক মইনুদ্দীন খালেদ। মুক্ত আলোচনার পর ৫টা ৪৫ মিনিটে মৃণাল সেনের ‘আকালের সন্ধানে’ (১৯৮২) প্রদর্শনের মাধ্যমে দুই দিনব্যাপী এই অনুষ্ঠান শেষ হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

sixteen − four =