জুলফিকার রাসেল-টুনাই গাঙ্গুলীর সুর-সংগীতে গাইলেন ইমন চক্রবর্তী

ঢাকার জুলফিকার রাসেল আর কলকাতার টুনাই দেবাশীষ গাঙ্গুলীর সুর-সংগীতে গাইলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমন চক্রবর্তীকে নিয়ে। ২৬ জুন বেলা ৩টায় জুটি মিউজিকের ব্যানারে উন্মুক্ত হলো তাদের বিশেষ গান ‘শুধু ভালোবাসাই সব নয়’।

গানটি প্রসঙ্গে টুনাই দেবাশীষ গাঙ্গুলী বললেন, ‘ইমন আমার ছোট বোনের মতো। রাসেল আমার প্রাণের বন্ধুদের একজন। আমি ভীষণ আপ্লুত এই গানটির সুর-সংগীত করে। অত্যন্ত ভালোবাসা নিয়ে গানটা গেয়েছে ইমন। আর রাসেলের গীতিকবিতার প্রশংসা নতুন করে বলার কিছু নেই। আশা রাখি দুই বাংলার সবার ভালো লাগবে গানটি।’

টুনাই জানান, জুলফিকার রাসেলের গীতিকবিতায় তিনি অনেক গানের সুর বেঁধেছেন। আবার ইমন চক্রবর্তীর জন্যেও গান বেঁধেছেন বেশ ক’টি। তবে তিন জনের প্রথম কাজ হলো ‘শুধু ভালোবাসাই সব নয়’। তার ভাষায়, ‘সেজন্যই এই গানটি আমাদের কাছে স্পেশাল।’

এদিকে গানটি প্রসঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি জুলফিকার রাসেল বলেন, ‘টুনাইর সঙ্গে আমার কাজের তালিকা বলে শেষ করা যাবে না। আমরা এক হয়ে প্রচুর গান বেঁধেছি। সেটা অব্যাহত রয়েছে এখনও। হ্যাঁ, ইমন চক্রবর্তীর সঙ্গে এটা আমার প্রথম কাজ। বলাই বাহুল্য, অসাধারণ গেয়েছেন ইমন চক্রবর্তী। বাকিটা শ্রোতারা শুনে বলবেন।’

এদিকে গানটি প্রসঙ্গে ইমন চক্রবর্তীর প্রতিক্রিয়া এমন, ‘ভালো একটি গান গাওয়ার সুযোগ পেয়েছি। এটি লিখেছেন শ্রদ্ধেয় জুলফিকার রাসেল আর সুর-সংগীত করেছেন খুব প্রিয় টুনাইদা। গানটি প্রকাশ হলো জুটি মিউজিকের ব্যানারে। আপনাদের সকলকে অনুরোধ করছি, গানটি শুনবেন। জানাবেন কেমন লাগলো।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

10 + one =