ব্রাজিলের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোল ও ‘অ্যাসিস্ট’-এর জন্য ‘ফুই ক্লিয়ার’-এর বার্ষিক পুরস্কারে দু’টি অ্যাওয়ার্ড জিতেছেন নেইমার।
কিংবদন্তি প্রয়াত পেলের সাথে যৌথভাবে সর্বোচ্চ আন্তর্জাতিক ৭৭ গোলের মালিক এখন নেইমার। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে গোল করেও পেলের রেকর্ড স্পর্শ করেন তিনি। এছাড়াও ‘অ্যাসিস্টে’ সবার চেয়ে এগিয়ে থাকায় পুরস্কার জিতেন নেইমার।
পুরস্কার হাতে নিয়ে নেইমার বলেন, ‘এখানে আসাটা সম্মানের। আমি মৌসুমটা ভালোভাবেই শুরু করেছিলাম। এরপর ইনজুরিতে পড়ি। আমাকে থামতে হয় এবং আবারও ফিরে আসার চেষ্টা করছি।’
এ ছাড়া গেল মৌসুমে বিদেশের মাটিতে সর্বোচ্চ গোল ও ‘অ্যাসিস্ট’-এর জন্য ‘পেলে অ্যাওয়ার্ড’ জিতেছেন ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিলের মাটিতে গোলের জন্য পুরস্কার জিতেছেন পেদ্রো।
বাসস