গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাড়ি ভাঙায় ব্যথিত কবীর সুমন

কিংবদন্তি শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছে প্রোমোটার। স্মৃতিগুলোও মিশেছে যেন মাটিতে। ভাঙা বাড়ির ছবি-ভিডিও ভাইরাল হতেই অনুরাগীদের চোখে জল। এ ঘটনায় দুঃখ পেয়েছেন সংগীতশিল্পী কবীর সুমন।

এক সংবাদমাধ্যমকে কবীর সুমন প্রতিক্রিয়া দিতে গিয়ে জানিয়েছেন, “আমি বুড়ো হয়েছি। এসব শুনলে কষ্ট পাই। কান্না পায় আমার। এর থেকে বেশি কী আর বলতে পারি।”

২০২২ সালে প্রয়াত হন সন্ধ্যা মুখোপাধ্যায়। প্রজন্মের পর প্রজন্ম ধরে বহমান সুরেলা মোহময় আবেশের স্রষ্টার প্রয়াণে শোকস্তব্ধ হয়েছিল বাঙালি। সেই মৃত্যুর পর বছর দেড়েকও কাটেনি, আরেক নতুন অভিঘাতের শিকার সন্ধ্যা-অনুরক্ত বাঙালি। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে গীতশ্রীর লেক গার্ডেন্সের বাড়ি। সেখানে মাথা তুলে দাঁড়াবে কোনও বহুতল ভবন। আপাতত ধূলিসাৎ হয়ে যাওয়া সন্ধ্যা মুখোপাধ্যায়ের আবাসের ছায়ামাত্র সেখানে পড়ে রয়েছে। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে বাড়ির ধ্বংসাবশেষের ছবি। সেই ছবি দেখে মনখারাপ নেটিজেনদের।

কোনও প্রত্নসভ্যতার চিহ্নের মতোই এখনও রয়ে গিয়েছে বহু স্মৃতিবিজড়িত শিল্পীর প্রায় নিশ্চিহ্ন বাড়িটির সামান্য চিহ্ন। দিব্যি পড়া যাচ্ছে বাড়ির ফলকলিপিতে লেখা ‘এস. গুপ্তা’। উঁকি দিচ্ছে বড়ে গুলাম আলির ছবি (যে ছবি ইতিমধ্যেই সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে নিজের বাড়িতে সসম্মানে পুনঃপ্রতিষ্ঠিত করেছেন এক নেটিজেন)! সেগুলিও মুহূর্তেই মুছে যাবে। ঝাঁ চকচকে বহুতল ভবনের আড়ালে রয়ে যাবে ফেলে আসা স্মৃতি।

আনন্দবাজার

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

9 − three =